করোনা বিরুদ্ধে লড়াইতে মমতার কাজে খুশি ,মোদী, আর্থিক প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । সূত্রে জানা গিয়েছে, রাজ্যে করোনাভাইরাস (corona virus) লকডাউন(lockdown)  নিয়ে দুজনের কথা হয়। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য যে ব্যবস্থা করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে নভেম্বরের ঘূর্ণিঝড়ের আর্থিক প্যাকেজের টাকা পাঠানোয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

images po

সারা দেশ জুড়ে ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। এরইমধ্যে শুক্রবার ২৭ মার্চ মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী। রাজ্যের করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়। রাজ্য করোনা পরিস্থিতি মোকাবিলায় যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তা নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।

Context.png55989439 5E40 44A3 9D04 DE43779DEE8EDefaultHQ

কিট ও নমুনা পরীক্ষা কেন্দ্র বাড়ানোর দাবি সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য কিটের দাবি করেন। এছাড়াও রাজ্যের তরফে দিল্লির কাছে বেশ কয়েকটি সম্ভাব্য নমুনা পরীক্ষা কেন্দের নাম পাছানো হয়েছে। সেগুলির দ্রুত অনুমোদনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ইতিমধ্যেই নভেম্বরে ঘূর্ণিঝড়ের আর্থিক প্যাকেজের টাকা পাঠানোর কথা জানিয়েছে। যার জন্য মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রধানমন্ত্রীকে (Prime Minister)  ধন্যবাদ জানিয়েছেন।


সম্পর্কিত খবর