সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের থেকে বিপুল সংখ্যায় এগিয়ে মোদী

 

বাংলা হান্ট ডেস্ক : মিডিয়া যে বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা বলাই যায়। শুধু ছোট থেকে বড় যুবক-যুবতীরা নয় বড় বড় রাজ্যের রাষ্ট্রনায়ক রাও হাত বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার ওপর। তার জনসংযোগ করছেন একের পর এক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনো ফেসবুক কখনো টুইটার কখনো ইন্সট্রাগ্রাম। নিজেদের ছবি আপলোড করছেন নিজেদের কার্যকলাপ আপলোড করছেন, মানুষের সাথে মেশার ছবিও তুলে ধরছেন তাদের সোশ্যাল মিডিয়ায়। জীবনযাত্রা যেন অনেকটা মানুষের সাথে মিলে মিশে গেছে। আর এখানেও পিছিয়ে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1566825044 4907

যদি বিরোধী দলের নেতারা এ নিয়ে অনেকেই তীর্যক বাণী বলতেই পারেন। কিন্তু তা সত্ত্বেও তার ফলোয়ার সংখ্যা দিনের পর দিন বাড়ছে বৈ কমছে ন রাজনীতির ইতিহাসে কোন কিছুই অসম্ভব নয়। শুধু ফেসবুক নয় টুইটার নয় জনপ্রিয়তাই ইতিহাসে নদী চলে গেল বিশ্বের বড় নেতাদের প্রধানমন্ত্রী মোদির। ফলোয়ার দিয়েছে অন্যদের থেকে তার ফলোয়ার সংখ্যা অনেক বেশি ইনস্টাগ্রামে। জনপ্রিয়তার নিরিখে রাজনীতিবিদদের মধ্যে আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সংখ্যা 25.6 মিলিয়ন। এরপরে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 13 ই অক্টোবর পর্যন্ত তার ফলোয়ার ছিলেন 2.48 কটি। ট্রাম্প পিছিয়ে রয়েছেন মোদীর থেকে অনেকটা ইনস্টাগ্রামে। প্রেসিডেন্টের ফলোয়ার সংখ্যা মাত্র 1 কোটি 49 লাখ। নরেন্দ্র মোদি ফলোয়ার সংখ্যা 5 কোটি পেরিয়েছে। এছাড়া 4 কোটি 40 লক্ষ প্রধানমন্ত্রী ফেসবুক পেজ লাইক করেছেন।

সম্পর্কিত খবর