বাংলার (West bengal) সকল বিজেপি সাংসদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন নরেন্দ্র মোদী (modi goverment)। বাংলা থেকে ৮-৯ জন সাংসদ এখনই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। শুধু লোকসভা কেন্দ্র নয়। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংসদের থেকে আলাদা করে কথা শুনছেন প্রধানমন্ত্রী।
বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল৷ শুরু হয়ে গিয়েছে একের পর এক সভা। বিজেপি ঘোষণা করেছে, এ বার টার্গেট বাংলা৷ পশ্চিমবঙ্গকে যে বিজেপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তার প্রমাণ রাজ্যে বিজেপি-র সব সাংসদদের সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুধু দেখা করাই নয়, প্রতিটি সাংসদের সঙ্গে আলাদা করে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা ধরে বৈঠকও করছেন তিনি। এখন কয়েকদিন ধরেই এমন বৈঠক চলবে বলে জানা গিয়েছে।
বিজেপি সাংসদরা বলেন,’তাঁরা তাঁদের লোকসভা কেন্দ্রের সব ইস্যু মোদির কাছে তুলে ধরেছেন৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ভোট কৌশলের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও দেখা করেছেন মোদির সঙ্গে৷ তাঁর কথায়, ‘আমরা ভাগ্যবান যে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আমাদের গাইড করছেন৷ রাজ্যে কী চলছে, সে বিষয়ে তাঁদের কান খোলা রয়েছে৷’ খগেন মুর্মুর জানান, ‘দলের সংগঠনকে আরও মজবুত করতে বললেন মোদী৷ লক্ষ্য খুব পরিষ্কার৷ বাংলায় চাই পরিবর্তন৷’
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বললেন, ‘ বাংলা জয় করতেই হবে৷’ ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আসন ২১০৷ কংগ্রেসের ৪২, বামেদের ২৮ ও বিজেপি-র ১৪টি আসন৷