বাংলাহান্ট ডেস্ক: সোমবার ইমরান খান কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভাষণ দেন। সে ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নরেন্দ্র মোদির অহংকার ও ভুলের কারণে কাশ্মীরিদের স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্ত এসেছে।
ভাষণের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,’আমি আজ শুধু কাশ্মীর নিয়ে কথা বলবো।’ ইমরান খান বলেন,’৫ ই আগস্ট কাশ্মীরকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে মোদি সরকার বিশ্বকে এই বার্তা দিয়েছেন, ভারত শুধু হিন্দুদের। মোদি আরএসএস এর কাজ করতেন। মুসলিম বিদ্বেষ নিয়ে পরিকল্পিতভাবে এ কাজ করেছেন তিনি।’
ইমরান খান বলেন সময় প্রমাণ করবে কাশ্মীর কে নিয়ে মোদির এই সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল। তিনি বলেন পাকিস্তান এবার কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নেবে। কাশ্মীর ইস্যুতে ইমরান খান জাতিগত ঐক্য ও আস্থার পরিবেশ সৃষ্টি করবে।