চার দফা ভোটদান, তৃণমূল খানখান! রাজ্যে নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার মোদির

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ভোট পঞ্চমী। তারই মাঝে রাজ্যে ফের নির্বাচনী প্রচারে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narenra Modi)। আজ বিজেপির এই তারকা প্রচারকের জোড়া সভা রয়েছে। সেই মত শনিবার আসানসোলে (Asansole) নির্বাচনী মঞ্চে উঠেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। এদিন তৃণমূল সরকার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি কয়লা পাচার নিয়েও সরব হন মোদী।

এমনকি আসনসোলের সভা মঞ্চে উঠে উপস্থিত জনতাদেরকে দেখে আপ্লুত হয়ে পড়েন মোদী। তিনি বলেন লোকসভা নির্বাচনে এত জনসমাগম দেখিনি। তারপরই বঙ্গ জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী মোদী বলেন, ‘চার দফা ভোটদান, তৃণমূল খানখান’। এদিন রাজ্যবাসীকে মোদী আর্জি জানিয়ে বলেন, ‘একটা ভোটদানই আপনার এলাকাকে মাফিয়ারাজ থেকে মুক্ত করবে।’ উল্লেখ্য, সভা শুরু করেই কয়লাঞ্চলে তৃণমূলের মাফিয়ারাজের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলধোনা করেন মোদী।

An Images

এদিন প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্রের কোনও বৈঠকেও উপস্থিত হন না দিদি, রাজ্যবাসীর জন্য দিদির সময় নেই, যে বৈঠকে সব মুখমন্ত্রীরা হাজির হন, সেখানেও দিদি থাকেন অনুপস্থিত। তারপরই তিনি তৃণমূল সুপ্রিমোকে বিঁধে অভিযোগ করেন, ‘উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উন্নয়ন আটকে দেওয়ার মত সরকার বাংলা আর চায় না’। এমনকি মোদী এদিন এও বলেন, ‘দিদি নিজেকে সংবিধানের ঊর্ধে ভাবেন, এবং উনি অহংকারী হয়ে গিয়েছেন। তাই তিনি সকলকে নিজের সামনে ছোট দেখতে পান।’

প্রশ্নগত, রাজ্যের ভোট গ্রহণের দিন গুলোতে মোদির এহেন নির্বাচনী প্রচারে যোগ দেওয়া নিয়ে অনেক আগেই উষ্মা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ‘ভোটের দিনই রাজ্যে সভা করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছেন মোদী’। এমনকি এই একই সুর শুনতে মেলে গতকাল লক্ষ করা যায় সিপিএম নেতা রবীন দেবের মুখেও।


সম্পর্কিত খবর