১৮ বছরে এই প্রথম ছুটি কাটাচ্ছি, বললেন মোদি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোমবার টিভির পর্দায় “ম্যান ভার্সেস ওয়াইল্ড” এর একটি শো তে বিয়ার গ্রিলসের সাথে দেখা গেল নরেন্দ্র মোদিকে। নরেন্দ্র মোদী পৃথিবীর দ্বিতীয় নেতা যাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর এই শোতে দেখা গেছে।

ব্রিটিশ অ্যাডভেঞ্চারার ও সঞ্চালক বিয়ার গ্রিলসের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে এই পর্বটির শুটিং করা হয়েছিল। ঠিক সেই সময়ই হামলা হয়েছিল পুলওয়ামায়। মোদিজীর এই শুটিং নিয়ে কম বিতর্ক হয়নি।

গভীর জঙ্গলে ঢুকে এক পর্যায়ে দেখা যায় মোদি সঞ্চালক বিয়ার গ্রিলস কে বলছেন,”শেষ পাঁচ বছর আমি দেশের উন্নতিতে দিয়েছি যার জন্য আমি খুব আনন্দিত। যদি এটাকে ছুটি বলা যায়,তাহলে শেষ ১৮ বছরে এই প্রথম ছুটি নিয়েছি।”

মোদি জঙ্গল ভ্রমণ করতে করতে তাঁর জীবনের নানা কথা বলেন। সঞ্চালক এর সঙ্গে এক প্রসঙ্গে কথা বলতে বলতে মোদি বলেন,’আমি ভাবিনা আমি কে। আমি শুধু জানি আমাকে কাজ করতে হবে। এটা আমার দায়িত্ব। ‘

সম্পর্কিত খবর

X