বাংলা হান্ট ডেস্কঃ আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন। আর এইদিনেই বিস্ফোরক দাবি করে বসলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Soumitra Khan)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীই (PM Narendra Modi) নবরূপের স্বামীজি বলে দাবি বিজেপির সৌমিত্র খাঁর।
এদিন নিজের সংসদীয় কেন্দ্রে বিষ্ণুপুরের যুব মোর্চার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই বিতর্কিত দাবি করে শিরোনামে জায়গা করে নিলেন গেরুয়া নেতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদীজি হয়ে জন্মগ্রহণ করেছেন। স্বামীজি আমাদের কাছে ভগবান। কিন্তু দেশের জন্য নরেন্দ্র মোদীজি যা করেছেন তাতে আধুনিক ভারতের নবরূপের স্বামীজি নরেন্দ্র তিঁনিই।’
সাংসদের এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এদিন সৌমিত্র খাঁর মন্তব্য নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, এই প্রথম নয় পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের নির্মল মাঝি। নির্মল বলেছিলেন, ‘মা সারদা মৃত্যুর কয়েকদিন আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে বলেছিলেন, এত বছর বাদে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। তিনি এও বলেছিলেন সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজকর্মী যুক্ত হবেন। রাজনৈতিক কাজ কর্মে যুক্ত হবেন।”
শুধু তাই নয়, এরপর তিঁনি আরও বলেন, “সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।” এরপর নেতার ওই বক্তব্যের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছিল বেলুড় মঠ ও মিশন। অন্যদিকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনায় জোর বিতর্কের পারদ চড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।