মোদিই দেশের সেরা প্রধানমন্ত্রী, বলছে সমীক্ষা! দ্বিতীয় স্থানে ইন্দিরা গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ  সিএএ-এনআরসি-এনপিআর নিয়ে দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, তার মধ্যে দেশে আর্থিক সঙ্কট, বেকারত্ব সমস্যা। এত কিছুর পরেও সেরার আসনেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসছে, জানুয়ারি ২০২০ সংস্করণে, এখনও জনপ্রিয়তার শীর্ষ স্থান দখল করে রয়েছেন নরেন্দ্র মোদি। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় কিছুটা টলমলে অবস্থা হলেও সমীক্ষা কিন্তু বলছে সম্পূর্ণ অন্য কথা। মোদির ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ জানানোর মতো এই মুহুর্তে দেশের কোনও বিরোধী রাজনৈতিক দলের নেতাই নেই।

PM Narendra Modi

সমীক্ষায় জানা গিয়েছে, দেশের ৬৮ শতাংশ মানুষ মনে করেন, মোদি ভালো এবং খুব ভালো কাজ করছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে চাই আবারও মোদিকে চাইছেন দেশের মানুষ, সমীক্ষা অন্তত তাই বলছে। সিএএ ও এনআরসি-কে যথাক্রমে সমর্থন জানিয়েছেন ৪১ ও ৪৯ শতাংশ মানুষ।

লোকসভা নির্বাচনে দ্বিতীয় ইনিংস শুরুর পর থেকে খুব একটা সময় ভালো যাচ্ছে না মোদির। মহারাষ্ট্র, ঝাড়খন্ডের মতো বেশ কিছু রাজ্য হাতছাড়া হাতছাড়া হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের। এতে হয়তো কিছুটা হীনমন্যতাতেই ভুগছিলেন মোদি জি। কিন্তু এমন সমীক্ষার পর আবার চাঙ্গা মেজাজে তাঁকে দেখা যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সমীক্ষীয় যে তথ্য উঠে আসছে, তাতে সবথেকে বেশি সংখ্যক মানুষের সমর্থন নরেন্দ্র মোদীকেই দেশের সেরা প্রধানমন্ত্রী হিসাবে। ইন্দিরা গান্ধী রয়েছেন তার ঠিক পরই। তিন নম্বরে অটল বিহারী বাজপেয়ী আর চার নম্বরে জওহরলাল নেহরু।

 

সম্পর্কিত খবর