প্রথম দিনেই ৪টি প্রতিশ্রুতি পূরণ, দেশবাসীর মন জয় করলেন মোদী

বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয় বার প্রধানমন্ত্রিত্বের প্রথম দিনেই নরেন্দ্র মোদী নির্বাচনে দেওয়া চারটি প্রতিশ্রুতি পূরণ করলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা স্কলারশিপর বৃদ্ধির অনুমোদনও দিল শহিদ সেনা সন্তানদের। বিজেপি নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছিল ৮ এপ্রিল। ক্ষমতায় আসার প্রথম দিনেই নরেন্দ্র মোদী ইস্তাহারে দেওয়া চারটি প্রতিশ্রুতি পূরণ করলেন। কী সেই চারটি প্রতিশ্রুতি?

প্রথম, দেশের সমস্ত কৃষকদের আনা হবে প্রধানমন্ত্রীর কিষাণ যোজনায়। এই প্রসঙ্গে শুক্রবার মোদী সরকার কিষান নিধি যোজনা প্রকল্পে সামিল করল ১৪.৫ কোটি কৃষককে। প্রকল্প চালাতে প্রতিবছর ৮৭,০০০ কোটি খরচ হবে রাজকোষে।

ec618 img 20190601 wa0029

দ্বিতীয়, প্রকল্পের আওতায় আনা হবে ৫ কোটি ছোট কৃষকদের পেনশন। এই সুবিধা পাবেন ১৮ থেকে ৪০ বছর বয়সের কৃষকরা। ৬০ বছর বয়সের পর মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন কৃষকরা।

তৃতীয়, গরু, বলদ, মহিষ, ভেড়া, ছাগল ও শুয়োরদের টিকা দেওয়া হবে পা ও মুখের অসুখ থেকে দূরে রাখতে। এজন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা বরাদ্দ অনুমোদন করেছেন ১৩,৩৪৩ কোটি টাকা।

চতুর্থ, বছরে দেড় কোটি টাকার কম লেনদেন রয়েছে, এমন ব্যবসায়ী, দোকানদাররা পেনশন প্রকল্পের সুবিধা পাবেন। দেশজুড়ে ৩ কোটি ছোট দোকানদার ও ব্যবসায়ী উপকৃত হবেন এই প্রকল্পের দ্বারা।

মোদী সরকারের আরও একটি বড়সড় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানা গেছে। শহিদ জওয়ানের ছেলেরা পড়াশোনার জন্য এখন থেকে মাসে আড়াই হাজার টাকা অনুদান পাবেন, যা আগে ছিল ২ হাজার টাকা। মেয়েদের ক্ষেত্রে অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে যা আগে মাসে ২২৫০ টাকা ছিল। এতদিন সুযোগ না থাকলেও এবার থেকে পড়াশোনার জন্য প্রধানমন্ত্রীর স্কলারশিপ পাবেন সন্ত্রাসবাদী হামলায় নিহত রাজ্য পুলিসের কর্মীদের সন্তানরাও।


সম্পর্কিত খবর