মোদীই ভারতকে করোনা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড পরিস্থিতি। একেরপর এক রেকর্ড ভেঙে করোনা সংক্রমণ ক্রমে ঊর্ধ্বমুখী। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত অক্সিজেনের অভাব এবং হাসপাতালে শয্যার আকাল। দেশজুড়ে তৈরি হওয়া এই করোনা সংকটের জন্য বিরোধী শিবির শুরু থেকেই দায়ী করে আসছে মোদী সরকারকে (Modi Govt)।

এমনকি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় (Corona Pandemic) যে ভয়াল চিত্র ফুটে উঠেছে, তার উপর এবার নজর রাখতে শুরু করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমও। সেই মত সম্প্রতি ‘The Australian’ নামক আন্তর্জাতিক সংবাদপত্র ভারতের করোনা পরিস্থিতির উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। যাতে ভারতের কোভিড বিপর্যয়ের জন্য পুরোপুরি দায়ী করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।

   

25 patients dead at Delhi's Ganga Ram amid oxygen crisis; hospitals move High Court

‘দ্য অস্ট্রেলিয়ান’ নামক সংবাদপত্রটি বলছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভিড়প্রেমী’। তারা আরও বলছে, নরেন্দ্র মোদী জনসভায় ভিড় দেখে উচ্ছাস প্রকাশ করছেন, যেখানে সেদেশে অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করছে’। যা থেকে নেতার অবিমৃশ্যকারিতার সঙ্গে মিলছে উগ্র-জাতীয়তাবাদিতা, ঔদ্ধত্য, আমলাতান্ত্রিক অদক্ষতার পরিচয়। এসব মিলয়ে ভারতে একটি ঘোর সংকটের সৃষ্টি করেছে।

The Australian বলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গে (West Bengal) প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপচে পড়া ভিড় দেখে নিজের উচ্ছাস লুকোতে পারেনি, এমন ভিড় দেখে খুশি হয়ে তিনি বলছেন ‘এই ভিড় আগে কখনও দেখিনি’। এমনকি এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি তথ্য তুলে ধরে বলছে, এক ভয়াবহ রেকর্ড করে গত শনিবার প্রকাশিত শেষ ২৪ ঘন্টায় ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩০ হাজার জন। যখন স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে।

ad2

সম্পর্কিত খবর