বিদেশেও তিনি চৌকিদার, সোফা ছেড়ে বসলেন চেয়ারে

Published On:

 

 

 

অমিত সরকার: সাধারণের হয় বুধবারই দু’দিনের সফরে রাশিয়া পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় শিল্পের ক্ষেত্রে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই ছিল এই সফরের উদ্দেশ্য। বুধবার পুতিনের সঙ্গে রাশিয়ার জাহাজ নির্মাণ শিল্পের নির্মীয়মাণ কমপ্লেক্স ঘুরে দেখেন মোদি। রাশিয়ার সর্বোচ্চ নাগরিকের সম্মানও দেওয়া হবে নরেন্দ্র মোদিকে।

স্বাভাবিক ভাবেই তাঁর বসার জন্য বেশ সুন্দর একটি সোফার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সোফায় বসলেন না তিনি। জানালেন, আলাদা সোফায় নয়, সকলের সঙ্গে একই চেয়ারে বসেই ছবি তুলবেন তিনি। রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সোফায় না বসতে চাওয়ার ঘটনাটির একটি ভিডিও তুলে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

X