জল্পনার অবসান ঘটিয়ে মোদী- লকেট সাক্ষাৎ, নিজেই হাজির হলেন প্রধানমন্ত্রীর দফতরে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে দেখা করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিছু দিন আগেই বিজেপি সাংসদদের এক প্রতিনিধি দল দিল্লী গিয়েছিল। আর তখন সেই দলে লকেটের অনুপস্থিতি নিয়ে উঠেছিল নানা প্রশ্ন, অনেক জলঘোলাও হয়েছিল তা নিয়ে। অবশেষে সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন লকেট চট্টোপাধ্যায়।

এর আগেও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে নানারকম প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। কখনও শোনা গিয়েছিল ভবানীপুরের প্রচার থেকে নিকেকে দূরে সরিয়ে রেখেছেন লকেট, তো আবার কখনও শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিল এই বিজেপি সাংসদ।

আবার এসবের মধ্যে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলে আসার জন্য তাঁকে আহ্বানও জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সব মিলিয়ে লকেটকে নিয়ে কিছুটা জল্পনা কল্পনা শুরু হয়েছিল রাজনীতির অন্দরে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন লকেট চট্টোপাধ্যায়। দিলেন বাংলার একাধিক বিষয়ের রিপোর্টও এবং এই বিষয়টা নিজেই শেয়ার করলেন স্যোশাল মিডিয়ায়।

প্রসঙ্গত, পুজোর আগেই উত্তরাখণ্ড নির্বাচনে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। আর সেই দায়িত্ব হাতে পেতেই বাংলা অপেক্ষা উত্তরাখণ্ড নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। আর সেই কারণেই নির্বাচন, এমনকি সংসদীয় দলেও তাঁকে দেখা যায়নি। তবে সব শেষে লকেট চট্টোপাধ্যায় নিজেই পৌঁছে গেলেন প্রধানমন্ত্রীর দফতরে।

সম্পর্কিত খবর

X