বাংলা হান্ট ডেস্ক: সারা বিশ্বের সাথে সাথে এবার ভারতেও থাবা বসিয়েছে চীন থেকে আগত মারণ রোগ করোনা ভাইরাস। ভারতে করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন প্রায় ১৬৯ জন। এর মধ্যে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪জন। রাজ্যের উচ্চপদস্থ আমলার লন্ডন ফেরত ছেলের হাত ধরে কলকাতাতেও ঢুকে পড়েছে করোনাভাইরাস, যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনসাধারণের মধ্যে।
করোনা আতঙ্ক ঠেকাতে ইতিমধ্যেই নানান রকম সতর্কমূলক ব্যবস্থা অবলম্বন করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। রাজনৈতিক দ্বন্দ্ব যতই থাকুক না কেন দেশবাসীর রক্ষার্তে মমতার পাশেই রয়েছে মোদি।
প্রসঙ্গত,করোনা নমুনা পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার সাতটি পরীক্ষা কেন্দ্র তৈরীর জন্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিল। কেন্দ্র সরকার ইতিমধ্যেই তিনটি কেন্দ্র তৈরির অনুমোদন দিয়ে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ জানা গিয়েছে, বাকি চারটি কেন্দ্রের জন্য অনুমোদন খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চলেছেন মোদি সরকার।
রাজ্যের ওই তিনটি করোনা পরীক্ষা কেন্দ্র হল নর্থ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, ও ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। নিজেদের সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব নিমিষে ভুলে গিয়ে এই মহামারী প্রতিরোধে হাতে হাত মিলিয়ে কাজ করছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যার ফলে খুশি দেশের মানুষ।