বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরেই ফের মুখোমুখি হতে পারেন মোদী-মমতা। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি মাসে আগামী ৩০ তারিখ জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠকে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গতকাল দিল্লি (Delhi) থেকে এই বার্তা নবান্নে (Nabanna) পৌঁছেছে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নিজেই সেই পরিষদের সভাপতি। অন্যদিকে, গঙ্গা পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকার কথা মমতা ব্যানার্জীরও (Mamata Banerjee)। কেন্দ্রের ১০টি মন্ত্রক এই গঙ্গা পরিষদের সদস্য। নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ছাড়াও উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত থাকবেন এই বৈঠকে। ৩০ তারিখ প্রায় গোটা দিন ধরেই বিভিন্ন কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে । উল্লেখ্য, এর আগে শেষবার ২০১৯ সালে কানপুরে অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা পরিষদের বৈঠক। তবে সেবারের বৈঠকে অবশ্য অনুপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, চলতি মাসেই দিল্লিতে জি-২০ দেশগুলির সম্মেলনের প্রস্তুতি আলোচনার জন্য রাজধানীতে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। সেইমত সেই বৈঠকে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার ফের ডিসেম্বরেই হতে চলেছে মোদী-মমতা সাক্ষাৎ। শুধু তাই নয়, রাজভবন সূত্রে খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে কথা হতে পারে মুখ্যমন্ত্রীর । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে প্রধানমন্ত্রী একদিনের সফরে পা রাখবেন বাংলার মাটিতে।