একই হেলিকপ্টার থেকে পরিস্থিতি খতিয়ে দেখবে মোদী মমতা, বসিরহাটে হবে প্রশাসনিক বৈঠক

বাংলাহান্ট ডেস্কঃ আমফান লন্ডভন্ড করে দিয়েছে পুরো রাজ্যকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। নিজের চোখে আমফান বিপর্যয় দেখবেন। আগামিকাল, শুক্রবার ১০.৪৫ মিনিটে অবতরণ করতে চলেছে প্রধানমন্ত্রীর এয়ার ইন্ডিয়ার বিমান। তারপর তাঁর গন্তব্য বসিরহাট। হেলিকপ্টারে মোদীর সফরসঙ্গী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) ।

bh j 1

 

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, শুক্রবার সকাল ১০.৪৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করবেন নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে বসিরহাট। তাঁর সঙ্গী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১.২০ মিনিটে বসিরহাটে প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকার কথা। ১২.৫০ মিনিটে ফিরবেন কলকাতায়। সেখান থেকে রওনা দেবেন ওডিসায়। ঠিক ১টায় পৌঁছবেন ভুবনেশ্বরে।

454 j

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, আমফান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহী প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে দুজনে আকাশপথে পরিস্থিতির পর্যালোচনা করবেন। তারপর বৈঠকে কথা হবে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সকলকে। প্রধানমন্ত্রীর সঙ্গে নির্দিষ্ট দূরত্ব রেখেই বসার ব্যবস্থা থাকবে প্রশাসনিক কর্তাদের।

89 j

আমফানের তাণ্ডবে রাজ্যের অবস্থা সম্পর্কে খোঁজ নিতে এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন অমিত শাহ। ফোনালাপেই মোদীকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে যাওয়ার আমন্ত্রণ দেন মমতা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ”প্রধানমন্ত্রীকে আসতে অনুরোধ করেছি। সুন্দরবন ও সংলগ্ন এলাকায় এসে দেখে যান।”  সম্ভবত সেই আবেদনে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর