বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই পাকিস্তানের টার্গেট হয়ে আছে ভারত। সেই পুলওয়ামা কাণ্ডের পর থেকে যেভাবে বার বার ভারতকে সংঘষর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাকিস্তান, আক্রমন করতে চাইছে, জঙ্গী অনুপ্রবেশের চেষ্টা করছে তাতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। তাই তো পাকিস্তানের হাত থেকে বাঁচতে ও দেশকে বাঁচাতে ভারতের তরফে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের ছক কষছে পাক জঙ্গীরা। ২২ ডিসেম্বর তারিখে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর ওপর হামলার ছক কষেছে পাকিস্তানের জঙ্গী গোষ্ঠী জইশ ই মহম্মদ। যেহেতু রামলীলা ময়দানে মোদী সহ অনেকেই উপস্থিত থাকবেন, তাই ওই বিশেষ দিনকে টার্গেট করা হয়েছে বলেই সূত্রের খবর।
ইতিমধ্যেই বিষয়টি দিল্লী পুলিশকে জানানো হয়েছে। যাতে ওই দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনো রকম খামতি না থাকে এবং নিরাপত্তার জন্য সর্বত রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয় তার দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।যদিও এই দিনে দিল্লী পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে সমাবেশ হবে। কিন্তু এদিন যেহেতু মোদী সহ অন্যান্য দলের নেতৃত্বরাও উপস্থিত থাকবেন তাই বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে একদিকে ৩৭০ ধারা প্রত্যাহার, অন্যদিকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল ও অযোধ্যা রায় এবং পাকিস্তানের এয়ারস্ট্রাইক সবটাই হয়েছে মাত্র কয়েক মাসের ভিতরে তাই তো এবার বছরের শেষ সময়ে টার্গেট নিতে পারে পাকিস্তান।
যদিও এই প্রথম বার নয় এর আগে অক্টোবর মাসে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল পাকিস্তানের কুখ্যাত জঙ্গী গোষ্ঠী লস্কর ই তৈবার নজরে আছে ভারতের প্রধানমন্ত্রী মোদী সহ বেশ কয়েকজন দেশের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা।