বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ভারতের বহু প্রতীক্ষিত কুম্ভ মেলা (Kumbh Mela)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে ভক্তরা জমায়েত হতে শুরু করেছেন। নিরাপত্তা চাদরের মুড়ে আয়োজন করা হয়েছে মেলার। ভারতের সবথেকে বড় মেলায় শুধু সাধারণ মানুষরাই নন এই ভিড়ে দেখা গিয়েছে বিভিন্ন নামি-দামি ব্যক্তিদেরও। তবে এই আবহে শোনা যাচ্ছে কুম্ভ মেলায় আসতে চলেছেন আরও এক বিশেষ ব্যক্তি। যাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। কে আসবেন কুম্ভ মেলায়?
কুম্ভ মেলায় (Kumbh Mela) আসতে চলেছেন প্রধানমন্ত্রী:
প্রয়াগরাজের কুম্ভ মেলায় (Kumbh Mela) আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিন যত যাচ্ছে সম্ভাবনা ততই বাড়ছে। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে আমন্ত্রণ করে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একেবারে দিল্লিতে গিয়ে মহাকুম্ভে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করে এসেছেন তিনি। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে প্রধানমন্ত্রী এই কুম্ভ মেলায় আসবেন কিনা।
কুম্ভ মেলায় আসার ইচ্ছে প্রধানমন্ত্রীর: সূত্রের খবর, এই কুম্ভ মেলায় (Kumbh Mela) অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে নরেন্দ্র মোদীর। আর একথা নাকি তিনি নিজের মুখেই জানিয়েছেন যোগীজিকে, এমনটাই জানা যায়। তবে আসার ইচ্ছে থাকলেও তিনি সাধারণ মানুষের কথা ভেবেই পিছিয়ে গিয়েছেন। আসলে এত বছর পর মহাকুম্ভের এই বিশাল আড়ম্বরে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। আর যেহেতু প্রধানমন্ত্রী আসবেন সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা আরও বাড়বে। এর ফলে ভক্তদের এই বিশেষ দিনগুলিতে সমস্যার মুখে পড়তে হতে পারে। আর এই সমস্যার কথা ভেবে এখন না হলেও কিছুদিন পর প্রধানমন্ত্রী আসতে পারেন কুম্ভ মেলায়।
আরও পড়ুনঃ একধাক্কায় নামল পারদ! ৫ জেলায় জারি ঘন কুয়াশার সতর্কতা! একনজরে আবহাওয়ার খবর
জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা (Kumbh Mela)। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সম্পন্ন হয়েছে প্রথম অমৃতস্নান যাত্রা। আগামী অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ। এছাড়াও ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমীর দিন, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। অনুমান করা হচ্ছে, অমৃতস্নান যাত্রার কোনও একটি বিশেষ দিনে তিনি আসতে পারেন। তবে কবে আসবেন এখনও সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। আদৌ অমৃত স্নান যাত্রা দিন আসবেন নাকি অন্যান্য দিন তা পরবর্তীতে জানা যাবে।
আরও পড়ুনঃ নতুন মেগা আনল TRP টপার সিরিয়ালের প্রোডাকশন, প্রোমোতেই নজরকাড়া গল্প
আপনাদের জানিয়ে রাখি, মোদী কেন্দ্র সরকার হিসেবে ক্ষমতায় আসার পর এটাই প্রথম কুম্ভ মেলা (Kumbh Mela)। আর এই কুম্ভ মেলার প্রস্তুতিতেও প্রথম থেকেই তিনি ছিলেন। গতবছর ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভের প্রস্তুতি দেখেও এসেছিলেন। এখন শুধু সময়ের অপেক্ষা তিনি এই কুম্ভ মেলায় কবে আসেন।