বারাণসীতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে গল্প প্রধানমন্ত্রীর, তুললেন ছবিও

বাংলাহান্ট ডেস্ক : নিজের সর্বশক্তি দিয়ে ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টায় রত ভারত। এরই মধ্যে দেশে ফিরে আসা ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের ইউক্রেনের ভয়াবহ অভিজ্ঞতাও ভাগ করে নেন ছাত্রছাত্রীরা। এদিন পড়ুয়াদের সঙ্গে সাক্ষাতের সময় বেশ হালকা মেজাজেই ছিলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাঁকে।

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে আসার পথ খুঁজতে থাকে ভারত। বাড়ানো হয় মিশন গঙ্গা এর অধীনে বিমান সংখ্যা। আপাতত ১৭ হাজার ভারতীয় নাগরিক ইউক্রেন সীমান্ত ছেড়েছেন বলেই খবর। ১০ মার্চের মধ্যেই সেদেশে আটকে পড়া সব ভারতীয়কে ফিরিয়ে আমার ব্যবস্থা করছে দেশ। ওই সব মানুষদের দেশে ফেরাতে আগামী সাত দিন চলবে ৮০টি ফ্লাইট। বাড়তি জোর দেওয়া হচ্ছে সেই দিকেই। এই ৮০ টি ফ্লাইট এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, ভিস্তারা, গো এয়ার, এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীর অন্তর্গত।

এছাড়াও জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আমার জন্য প্রায় দু ডজনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পুরো ব্যাপারটি যাতে কোনও সমস্যা ছাড়াই পরিচালনা করা যায় সেদিকেই সতর্ক দৃষ্টি রাখছেন তাঁরা। একই সঙ্গে ক্রমাগত বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

modi 5 2

উল্লেখ্য, ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করবে রাশিয়া এমনটাই জানিয়েছে পুতিনের দেশ। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, ‘রাশিয়ান সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ভারতীয় পক্ষের প্রস্তাব অনুযায়ী তাঁদের সামরিক পরিবহন বা ভারতীয় বিমানে করে রাশিয়ার ভুখন্ডের মাধ্যমে বাড়িতে ফেরানো হবে।’ একই সঙ্গে ইউক্রেন ভারতীয় ছাত্রছাত্রীদের পণবন্দি করে রেখেছে এই অভিযোগও তুলেছে রাশিয়া। যদিও সেই অভিযোগ কার্যতই উড়িয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর