বাংলা হান্ট ডেস্ক : প্রিয়াঙ্কা ধর্ষণকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। একের পর এক ধর্ষণে ভারতের জনতার মাথা হেঁট হয়ে যাচ্ছিল বিশ্বের কাছে। কিন্তু এবার আর সহ্য নয়। জবাব দিল ভারতের সংবিধান। আইন দেখালো তার ক্ষমতা।
শুধু তাই নয়, সংবিধান ও আইনের রক্ষা করতা তাদের উপর চলল পুষ্পবৃষ্টি চলল। মিষ্টি বিলি চলল। হাতে রাখি বন্ধন এর কাজ। তবে দেশের নিরাপত্তা নিয়ে বড়ই চিন্তিত কেন্দ্র সরকার। যার জন্য এবার মোদি সরকার নিয়ে এলো নারী সুরক্ষার জন্য এক বিশাল পদক্ষেপ। এ পদক্ষেপকে কার্যকর করবার দায়িত্ব আইনের রক্ষক দের। তবে এই আইন কার্যকরী হয় তবে হয়তো বিদেশের মত ভারতীয় নারীরা পাবে এক অনন্য অধিকার।
নিজেদের সম্মান বাচানোর জন্য শুধু তাই নয় লড়াই এর এক বিশাল সুযোগ।যাবৎ দেশের বেশ কিছু থানায় মহিলা হেল্প ডেস্ক রয়েছে। তবে সেখানে পরিষেবা ঠিকঠাকভাবে মেলে না বলে আগেও নানা অভিযোগ উঠেছে। তাই এবার সার্বিক ভাবে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থানাগুলিতে মহিলা হেল্প ডেস্ক খোলারই সিদ্ধান্ত নিল মোদী সরকার। এ জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। নির্ভয়া তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে।
এর পূর্ববর্তী সরকারের এ নিয়ে বিশেষ মাথা না ঘামালেও এবার কার্যকরী হতে চলেছে এই আইন।