কংগ্রেসের দিকে না তাকিয়ে দেশের প্রতি নজর দিক মোদীঃ রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ তেল দাম কমার সাথে সাথেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বাঁকা মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মধ্যপ্রদেশের কংগ্রেস (Congress) নেতাদের দলবদলের বিষয়টাকেও সামনে আনলেন। প্রধানমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে রাহুল গান্ধী এক ট্যুইট করেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) কড়া ভাষায় বিঁধলেন।

2468dd2a92b4a7a3657beb1d14b989b3

বুধবার ভারতে (India) তেলের দামের এক বিরাট পতন হয়েছে। দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ২.৬৯ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২.৩৩ টাকা করে কমেছে। দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৭০.২৯ এবং ডিজেল ৬৩.০১ টাকা হয়েছে।

এরপর আবার অমিতের (Amit Shah) ফাঁদে পা দিয়ে  বিজেপিতে যোগ দেওয়ার লক্ষ্যে মধ্যপ্রদেশের ২২ নেতা। দলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) অবস্থা পতনকে কাজে লাগিয়ে তাঁকে নিজেদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন অমিত শাহ। দলকে সম্পূর্ণ গোপন রেখে গত ২ মাস ধরে তিনি যোগাযোগ রাখছিলেন তাদের সঙ্গে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই পুরো বিষয়টি জানতেন। কিন্তু তিনিও নিশ্চুপ ছিলেন পুরোপুরি।

দলের সদস্যদের দলত্যাগের ফলে মুষড়ে যাওয়া কংগ্রেস সাংসদ বলেন, “নরেন্দ্র মোদি তো নির্বাচিত কংগ্রেস সরকারকে সরাতে ব্যস্ত রয়েছেন। এই সময়ের মধ্যে গোটা বিশ্বে তেলের দাম যে ৩৫% কমেছে, সেটা প্রধানমন্ত্রীর পক্ষে বিষয়টি লক্ষ্য করা সম্ভব হয়নি। আপনি যদি পারেন তাহলে পেট্রোলের দাম লিটার পিছু ৬০ টাকার কম দামে বিক্রি করার কথা ঘোষণা করুন। তবেই ভারতীয়দের উপকার করতে পারবেন। তাহলে দেশের পড়ে যাওয়া অর্থনীতি, আবার মাথা তুলে দাঁড়াতে পারবে”।

Smita Hari

সম্পর্কিত খবর