আসামে ৭ টি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল, একযোগে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও রতন টাটা

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের অন্যতম শিল্পপতি রতন টাটা বৃহস্পতিবার সাতটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছেন আসামে। পাশাপাশি আরও সাতটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তাঁরা।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, “আসামে, আজ সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। একটা সময়ে এমনও ছিল যখন সাত বছরে একটি হাসপাতাল উদ্বোধন হলেও সেটা একটা উদযাপনের কারণ হত। তবে, এখন সময় বদলেছে। কয়েক মাসের মধ্যেই, তিনটি নতুন ক্যান্সার হাসপাতাল আপনাদের পরিষেবার জন্য প্রস্তুত হবে।”

প্রধানমন্ত্রী ডিব্রুগড়ের এই অনুষ্ঠানে আরও উল্লেখ করেছেন যে, তাঁর সরকার যোগব্যায়াম, ফিটনেস এবং “স্বচ্ছতা”র মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকেও মনোনিবেশ করেছে। তিনি বলেন, “হাসপাতালগুলি আপনাদের জন্য উপলব্ধ রয়েছে। কিন্তু এই নতুন হাসপাতালগুলি যদি খালি থাকে তবে আমি খুশি হব। কারণ আমি আপনাদের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। আমাদের সরকার যোগব্যায়াম, ফিটনেস এবং ‘স্বচ্ছতা’-র মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও জোর দিয়েছে।” এছাড়াও, দেশে নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলেও জানান তিনি।

পাশাপাশি, সেখানে উপস্থিত হয়ে দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা জানান, “আমি আমার জীবনের শেষ কয়েক বছর স্বাস্থ্যের উন্নতির জন্য উৎসর্গ করেছি। আসামকে এমন একটি রাজ্যে পরিণত করুন যা সবাই স্বীকার করবে এবং সম্মান করবে।”

এছাড়াও, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রতন টাটা এবং ভারত সরকারকে তাঁদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন যে, “এটি বৃহত্তম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে আসাম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিবেচিত হবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় অর্জন। আমি রতন টাটা এবং ভারত সরকারের অবদানের প্রশংসা করি।”

মূলত, আসাম সরকার এবং টাটা ট্রাস্টের যৌথ উদ্যোগে আসাম ক্যানসার কেয়ার ফাউন্ডেশন, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ১৭ টি ক্যান্সার কেয়ার হাসপাতালের সাথে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাশ্রয়ী মূল্যের ক্যান্সার কেয়ার নেটওয়ার্ক তৈরির জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

এই মহতী প্রকল্পের প্রথম ধাপের আওতায় ১০ টি হাসপাতালের মধ্যে ৭ টি হাসপাতালের নির্মাণকাজ শেষ হয়েছে এবং তিনটি হাসপাতালের বিভিন্ন পর্যায়ে নির্মাণ কাজ চলছে। এছাড়াও, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সাতটি নতুন ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী, আজ ডিব্রুগড়ে, এই প্রকল্পের প্রথম ধাপের অধীনে সাতটি ক্যান্সার হাসপাতাল সকলের জন্য উৎসর্গ করলেন। এই ক্যান্সার হাসপাতালগুলি ডিব্রুগড়, কোকরাঝাড়, বারপেটা, দাররাং, তেজপুর, লখিমপুর এবং জোড়হাটে তৈরি করা হয়েছে।

এছাড়াও, প্রধানমন্ত্রী ধুবরি, নলবাড়ি, গোয়ালপাড়া, নগাঁও, শিবসাগর, তিনসুকিয়া এবং গোলাঘাটে সাতটি নতুন ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা প্রকল্পের দ্বিতীয় পর্বের অধীনে নির্মিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর