‘বাংলা ভাষাকে সন্মান করি তাই বলি”, উচ্চারণের ত্রুটি নিয়ে কটাক্ষ করায় মমতাকে সোজাসাপ্টা জবাব মোদীর

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের (Assembly Election 2021) দামামা বাজতেই মোদি ক্যাবিনেট এখন বাংলায়। নিয়মিত এ রাজ্যে জনসভা করে চলেছেন প্রধান তিন কেন্দ্রীয় নেতা মোদী, অমিত ও নাড্ডা। আর সেই সব জনসভা থেকে বাঙালির আবেগ ছুঁতে বাংলা ভাষা আওড়ে চলেছেন প্রধানমন্ত্রী। সেটি ঘিরেই একাধিক জনসভা (Bengal Election Campaign) থেকে মোদিকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। ‘সুনার বাংলা’ উচ্চারণ করতে পারে না এদিকে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখছে বলে কটাক্ষ করেছিলেন মমতা (Mamata Banerjee)। মঙ্গলবার হাওড়ার (Howrah) জনসভা থেকে তার জবাব দিলেন মোদি।

এদিনের সভামঞ্চ থেকে মোদি (Narendra Modi) বলেন, ‘আমার উচ্চারণে ত্রুটি (Bengali Pronunciation) থাকবে, তা সত্ত্বেও বলার চেষ্টা করি, কারণ আমি বাংলা ভাষাকে সন্মান করি। দিদির উচিত উৎসাহ দেওয়া’। এদিন মমতাকে একহাত নিয়ে মোদি এও বললেন, ‘হারের হতাশায় দিদি গালি দিচ্ছেন’। প্রধানমন্ত্রী এদিন আরও দাবি করলেন, ‘শুধু বাংলা নয়, তিনি যেখানেই যান সেখানকার ভাষায় বলার চেষ্টা করেন’। তিনি আরও বলেন, ‘কেরলে গেলে মালায়ালম, তামিলনাড়ুতে গেলে তামিল ভাষায় বলার চেষ্টা করি। আমি জানি, তাতে আমার ত্রুটি থাকবে, কিন্তু ভাষাকে সন্মান করি বলেই বলি।’

wb election 2021: Modi addresses rally in Cooch beher dgtl - Anandabazar

এর পাশাপাশি মোদী এদিন বলেন, ‘আমি আসার আগে সাংসদ ও মুখ্যমন্ত্রীদের জন্মদিনের শুভেচ্ছা চিঠি ইংরেজিতে লেখা হত। কিন্তু এখন তা মাতৃভাষায় লেখা হয়। দিদির জন্মদিনেও বাংলাভাষায় শুভেচ্ছা জানিয়েছি, দিদিও তার জবাব দিয়েছেন গুজরাটিতে। তা ভালোও লেগেছিল আমার।’ তিনি এও বলেন এমন বহুভাষার দেশ বিশ্বে আর কোথাও নয়।

প্রসঙ্গত, এ রাজ্যে এসে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে অনেক আগে থেকেই সরব হয়েছিল একাধিক মহল। তাদের দাবি ছিল, ‘মোদিকে বাংলায় ভাষণ দিতে হবে, এমন দিব্যি কি কেউ দিয়েছেন ? তাহলে বাংলায় বলতে যান কেন উনি!’ এমনকি মোদির বাংলা চয়ন নিয়ে মিমও ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এদিন হাওড়ার সভামঞ্চ থেকে সেই সব কটাক্ষের জবাব দেন মোদী।

সম্পর্কিত খবর