এটা তো সবে ট্রেলার, সিনেমা এখনো পুরো বাকি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দ্বিতীয় জমানার শততম দিন পূর্ণ হয়েছে সবে। কিন্তু এই শততম দিনে কাশ্মীরের ওপর থেকে 370 ধারা প্রত্যাহার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি লেকসভা ও রাজ্য সভায় সেই সংক্রান্ত বিলও পাশ হয়েছে। তাই একশো দিনে মোদি সরকারের কাজের খতিয়ান তুলে ধরে এসব কিছুকে সিনেমার ট্রেলর বলে জানালেন মোদি। একইসঙ্গে সিনেমা এখনও বাকি বলেও জানান তিনি।

সপ্তদশ লোকসভা নির্বাচনে জয় লাভ করে দ্বীতিয় বারের জন্য প্রধানমন্ত্রীত্ব পদ পেয়েছেন নরেন্দ্র মোদী। আর দ্বিতীয় বারের শুরুতেই একাধিক জনকল্যানমুখী কর্মসূচি গ্রহণ করেছেন তার মধ্যে অন্যতম হল তিন তালাক বিরোধী বিল পাশ। রাজ্যসভায় ব্যাপক বিরোধিতার সত্ত্বেও বিল পাশ হয়ে গিয়েছে। যার মাধ্যমে এখন আর তিনবার তালাক বললেই মুসলিম সম্প্রদায়ের বিবাহ বিচ্ছেদ নয়। এবার তিন তালাককে আইনত অপরাধ বলে গন্য করা হবে। বিরোধিতার সত্ত্বেও তিন তালাক বিরোধী আইন পাশ হয়।

এরপর 370 ধারা প্রত্যাহার। যার মাধ্যমে জম্মু কাশ্মীরের ওপর থেকে এবার বিশেষ ধারা প্রত্যাহার করা হল। এবং জম্মু ও কাশ্মীর দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে। এরফলে গোটা ক্শামীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। যার মাধ্যমে এবার থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবে উপত্যকার বাসিন্দারা।

তৃতীয়ত কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যাল আইন সংশোধন। যেখানে ট্রাফিক আইন ভঙ্গ করলে  নতুন শাস্তি ও জরিমানার কথা ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার ঝাড়খন্ডের রাঁচিতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে গিয়ো প্রধানমন্ত্রী বলেন, “দেশের সর্বস্তরে উন্নতি করতে আমরা বদ্ধপরিকর । সেইসঙ্গে লুটেরাদের শাস্তি দেওয়ার পালাও চলবে । উন্নয়নই আমাদের প্রতিশ্রুতি আর লক্ষ্য । এত উন্নয়ন দেশ আগে দেখেনি । একই সময়ে দুর্নীতি অনেকটাই কমিয়ে আনা গেছে । যারা মানুষকে লুট করতে চায়, তাদের সঠিক জায়গায় পাঠানো হবে ।”


সম্পর্কিত খবর