পাঁচ বছরের মধ্যে ভারতকে পাঁচ ডলার ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছনোর চ্যালেঞ্জ নিলেন নরেন্দ্র মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক বেহাল দশা। যেভাবে জিডিপি বৃদ্ধির হার দ্বিতীয় ত্রৈমাসিকে কমেছে তাই চলতি বছরে আর নতুন করে দেশের আর্থিক বৃদ্ধি হওয়া সম্ভব নয় তা কিন্তু জানিয়ে দিয়েছেন বিশ্বের তাবড় অর্থনীতিবিদরা। কিন্তু দেশের এমন আর্থিক সঙ্কটের মধ্য দিয়েও আশার আলো দেখছে কেন্দ্রীয় সরকার। তাই তো এবার শুক্রবার আবারও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল সেই আশার বাণী। 2024 সালের মধ্যে পাঁচ ডলার ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে এসে মোদী বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের আধুনিকীকরণ এবং অর্থনীতির গতি বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র। পাশাপাশি পাঁচ বছর ধরে ভারত অর্থনীতিতে বেশ দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেছেন মোদী। এমনিতেই তরতরিয়ে নামছে জিডিপি, গত কয়েক বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার এতটা নামেনি বলেই জানিয়েছেন অর্থনীতিবিদরা। যদিও এ সবে কান দিতে নারাজ মোদী সরকার তাই তো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এ দিন বলেন পাঁচ ছয় বছর আগে দেশের অর্থনীতির অবস্থা খারাপ ছিল কিন্তু আসতে আসতে তা উন্নতি হয়েছে। শুক্রবার বিজনেস সম্মেলনে এসে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে কৃষকদের শ্রমিকদের শিল্প মহলের কথা শুনে এ দেশের সরকার এমনটাই মন্তব্য করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশের চলতি অর্থনৈতিক মন্দা নিয়ে কে কী বলছেন তা আমার জানা আছে।

আমি তাঁদের নিয়ে কোনও পাল্টা মন্তব্য করতে চাই না। শুধু বলব এই মন্দা কাটিয়ে শীঘ্রই ভারত আগের চেয়ে আরও শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে। অর্থাত্ প্রধানমন্ত্রী দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন তা পূরণ করতে একেবারে সদা প্রস্তুত।অন্যদিকে দেশে ব্যবসায় উত্সাহ বাড়াতে মোদী সরকার প্রথম থেকে কী কী করেছে সেই সংক্রান্ত তালিকাও শুক্রবার দিল্লির অ্যাসোচেম অনুষ্ঠানে তুলে ধরেন।

X