তিলক-আজাদের জন্মবার্ষিকে মোদী-শাহর শ্রদ্ধার্ঘ্য নিবেদন

বাংলাহান্ট ডেস্কঃ বাল গঙ্গাধর তিলকের (Bal Gangadhar Tilak) জন্ম বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah) সহ দেশের খ্যাতনামা ব্যক্তিরাও। সেইসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী চন্দ্রশেখর আজাদকেও তাঁর জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। দেশের স্বাধীনতার যুদ্ধে তাঁরও ভূমিকা কোন অংশে কম ছিল না।

aazad

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বলেছেন, ‘ভারত মাতার দুই সাহসী পুত্র লোকমান্য বাল গঙ্গাধর তিলক ও চন্দ্রশেখর আজাদের জন্মবার্ষিকীতে তাদের শতশত প্রণাম’।

 

অমিত শাহের ট্যুইট
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘বাল গঙ্গাধর তিলক জি তাঁর উন্মুক্ত চিন্তাভাবনার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামে ভারতকে একটি নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। “স্বরাজ আমার জন্ম অধিকার এবং আমি তা গ্রহণ করবই” এই স্লোগান দিয়ে তিনি ভারতের জনগণের মনে স্বাধীনতা সংগ্রামের উত্তেজনা জাগিয়ে তুলে, তাঁদের ধীরে ধীরে দেশের যুক্ত করেছিলেন’।

চন্দ্রশেখর আজাদকে স্মরণ অমিত শাহ লিখেছেন, চন্দ্রশেখর আজাদের ইচ্ছার কাছে ইংরেজ সরকারও ভয়ে কেঁপে উঠল। “আমি স্বাধীন ছিলাম, আমি স্বাধীন আছি, আমি স্বাধীন হব”, এই শ্লোগানের মাধ্যমে কোটি কোটি যুবকের হৃদয়ে স্বাধীনতার শিখা জ্বালিয়ে তুলেছিলেন তিনি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর