বুলবুলের দাপটে কার্যত বিপর্যস্ত গোটা পশ্চিমবঙ্গ৷ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ের জেরে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল৷ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে৷ যদিও দুর্যোগ মোকাবিলার জন্য আগে থেকেই রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ এমনকি শনিবার রাতে ঠাঁই নবান্নের কন্ট্রোল রুমে বসে কাজ তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রবিবার তাঁকে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন, নরেন্দ্র মোদীর পর এবার মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতি জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রবিবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিস্থিতি মোকাবিলার জন্য যে কোনও রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে রাজ্যের মোকাবিলা দফতরে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান অমিত শাহ৷
উল্লেখ্য, শনিবার বুলবুল আছড়ে পড়তে পারে এমন সম্ভাবনা জারি হওয়ার পর থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে যেমন নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল ঠিক তেমনই কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গে দশটি এবং ওড়িশা উপকূলে ছোট দল উদ্ধার কাজে হাত লাগিয়েছে৷ এর আগে বুলবুলের প্রভাবে রাজ্যের অবস্থা ঠিক কেমন তা ফোন করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এমনকী মুখ্যমন্ত্রীকে সমস্ত রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি৷
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে সারা রাত অবধি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল উপস্থিত থেকে যেভাবে রাজ্যের গোটা পরিস্থিতি নজর রেখেছেন তার প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধন কর, ইতিমধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ পাশাপাশি বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন৷