অমিত সরকার
দার্জিলিং চা হোক বা আসাম চা সব এখন রাজনীতির অন্দরমহলে এক বিশেষ রসায়ন তৈরি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য” ভাই অর বেহেনো””চায়ে বেচনে বালা” শব্দগুলি খুবই পরিচিত।আর সেই বহুল চর্চিত চায়ের দোকানে এখন সংবাদের শিরোনামে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি অনুযায়ি, ছোটবেলায় ভাদনগর স্টেশনের ওই চা দোকানে বসেই বাবার সঙ্গে চা বিক্রি করতেন তিনি।
স্বাভাবিকভাবেই মোদির ছোটবেলার সেই স্মৃতির প্রতি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষন রয়েছে। আর সেই আকর্ষণকেই লুফে নিতে চাইছে পর্যটন মন্ত্রনালয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় গুজরাটের ভাদনগর স্টেশনে যে দোকানে চা বিক্রি করতেন সেই চায়ের দোকানটিকে পর্যটনস্থলে পরিণত করার উদ্যোগ নিলো ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়। ওই চা দোকানটির মূল কাঠামো পরিবর্তন না করে তার সংস্কার ও আধুনিকিকরন করতে হবে। পুরো দোকানটিকে কাঁচ দিয়ে মুড়ে ফেলা হবে।