মোদীর চাপে ৭২ বছর পর ফের পাকিস্তানে খুলতে চলেছে হিন্দু মন্দির

বাংলা হান্ট ডেস্ক ঃ পাকিস্তানের এই মন্দির নির্মাণ করেছিলেন ‘শাওয়ালা তেজা সিং’।দেশভাগের সময়ই বন্ধ হয়ে যায় এই মন্দিরটি। প্রায় ৭২ বছর ধরে বন্ধ ছিল পাকিস্তানের শিয়ালকোট শহরের হাজার বছরের পুরনো এই মন্দির। আদতে এই মন্দির একটি শিব মন্দির ছিল।৭২ বছর পর পুনরায় খুলতে চলেছে এই মন্দিরটি।

প্রথমদিকে এই মন্দিরে পর্যটকদের যাতায়াত ছিল। তবে ১৯৯২ সালের পর থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এই মন্দিরটি। অর্থাৎ ১৯৯২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কোন মানুষই পা রাখেন নি ওই মন্দিরে।

Screenshot 2019 0730 164415জানা গিয়েছে, এই মন্দিরটি খোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার উদ্যোগেই ৭২ বছর পর পুনরায় খোলা হচ্ছে এই হিন্দু মন্দির টি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর