মোদী ১৫ আগস্ট ঘোষণা করবে তাই তাড়াহুড়ো করে করোনা ভ্যাকসিন আনা হচ্ছে: সীতারাম ইয়েচুরি

বাংলাহান্ট ডেস্কঃ দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। ভারতে (india) মোট সংক্রমিতের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতে তৈরি প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিনের হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে। আইসিএমআরের সঙ্গে হাত মিলিয়ে হায়দরাবাদের Bharat Biotech COVAXIN নামে কোভিড ভ্যাকসিনটি তৈরি করেছে। বিজ্ঞানের আবিষ্কার কারও অর্ডারমাফিক হয় না। এই মন্তব্য করে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তীব্র সমালোচনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

https://twitter.com/SitaramYechury/status/1279292178401947653?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1279292178401947653%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Ffast-tracking-covid-vaccine-only-for-independence-day-announcement-sitaram-yechury%2F

তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ১৫ অগাস্ট করোনাভাইরাসের ভ্যাকসিনের কথা ঘোষণা করতে পারেন, সেজন্য তাড়াহুড়ো করে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ করা হচ্ছে। ভারত বায়োটেক নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে ‘কোভ্যাক্সিন’ নামে একটি প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে আইসিএমআর। ওই সংস্থা থেকে শুক্রবার কয়েকটি হাসপাতাল ও গবেষণা কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়। ১৫ অগাস্টের মধ্যে যাতে ‘কোভ্যাক্সিন’ তৈরি করে ফেলা যায়, সেজন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

sitaram 780x470 1

 

https://twitter.com/SitaramYechury/status/1279292267581149185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1279292345179992064%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Ffast-tracking-covid-vaccine-only-for-independence-day-announcement-sitaram-yechury%2F

সিপিএমের সাধারণ সম্পাদকের অভিযোগ, “আইসিএমআর অন্যান্য সংগঠনকে হুমকি দিচ্ছে যাতে তারা হুকুম মেনে চলে।” কোভিড ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন ইয়েচুরি। তিনি টুইট করে জিজ্ঞাসা করেছেন, বাজারে ভ্যাকসিন আনার আগে কতজনের ওপরে পরীক্ষা করা হবে? ভ্যাকসিনের জন্য যে তিন দফা পরীক্ষার প্রয়োজন হয়, তা কি ১৪ অগাস্টের মধ্যে হয়ে যাবে? এ ব্যাপারে যে স্বশাসিত ডাটা সেফটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, তাঁর সদস্য কারা?

 

সম্পর্কিত খবর