পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছেন মোদী ! ইমরান সরকারকে জল দেওয়া বন্ধ করে হরিয়ানার কৃষকদের দেওয়ার প্রতিশ্রুতি

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, একদিকে পাকিস্তান যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক প্রায় ছিন্ন করে ফেলেছে তেমনই ভারত ও পাকিস্তানকে জবাব দিতে একেবারে প্রস্তুত। তাই তো এবার পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করে দেবে ভারত হরিয়ানার নির্বাচনী প্রচারে গিয়ে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে পাকিস্তানের জল দেওয়া বন্ধ করে দিয়ে সেই জল হরিয়ানার কৃষকদের দেবেন বলেও জানান তিনি।kishanganga project 1200

এ দিন কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের স্বাধীনতার পর থেকে হরিয়ানার কৃষকদের যে জলভাগে পাওয়ার কথা ছিল তা চলে গিয়েছে পাকিস্তানের হাতে, কিন্তু এবার সেই জল আটকে দিয়ে হরিয়ানার কৃষকদের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও ঘোষণার আগে থেকেই জানা গিয়েছিল পাকিস্তানে ভারতের জল যাওয়া বন্ধ করতে ইতিমধ্যেই তত্পর হয়েছে কেন্দ্রীয় প্রশাসন।

তাই তো সিন্ধুর অতিরিক্ত জল আটকানোর কল্প নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে সিন্ধুর অতিরিক্ত জল রাফি নদীতে ফেলে ভারত জল সমস্যা মেটানোর কথা ভাবছে আর তাতেই জল সমস্যার মুখে পড়তে চলেছে পাকিস্তান এমনটাই সূত্রের খবর। অন্য দিকে আবার শতদ্রু নদীর জল নিয়ে হরিয়ানা ও পঞ্জাবের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছে, তাই হরিয়ানার জল সংকট নতুন কিছু নয়

কিন্তু এ বার কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে ভারতকে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছে তাতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তাই নির্বাচনের প্রচারের শেষ বেলাতে পাকিস্তান আর জাতীয়তাবাদের আবেগকে হাতিয়ার করে এক দিকে যেমন হরিয়ানার বিধানসভা নির্বাচনে আসন দখল করতে মরিয়া ঠিক তেমনই পাকিস্তানকে কার্যত বিপাকে ফেলতে চেষ্টা করেছেন মোদী।


সম্পর্কিত খবর