ইঞ্জিনিয়ারস ডে 2019: অধ্যাবসায় ও সংকল্প নিয়েই ইঞ্জিনিয়ার, ট্যুইটে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলা হান্ট নিউজ ডেস্ক :  আজ 15সেপ্টেম্বর ভারতরত্ন জয়ী অন্যতম জনপ্রিয় ইঞ্জিনিয়ার মোক্ষগুন্ডম বিশ্বে ভার্যের জন্মদিন। তাই দিনটিকে বিশ্ব ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালন করা হয়। ভারত, শ্রীলঙ্কা ও তানজিয়ায় এই দিনটি মহা সমারোহে পালন করা হয়। আট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিক ডিগ্রি অর্জন করা এমভির জন্মদিনে তাই ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যইটারে ইঞ্জিনিয়াররা অধ্যাবসায় ও সংকল্পের সমার্থক বলে লেখেন প্রধানমন্ত্রী।

এছাড়াও তাঁর জন্মদিনে ট্যুইটে শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি ট্যুইট করে লিখেছেন,‘‘বিখ্যাত ইঞ্জিনিয়ার ও ভারতরত্ন এম বিশ্বেভার্যকে জানাই শ্রদ্ধা। তাঁর জন্মদিন পালিত হয় ইঞ্জিনিয়ার দিবস হিসেবে। আজকের দিনে সমস্ত ইঞ্জিনিয়ারকে শুভেচ্ছা জানাই।”

অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্য মন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটেও এমভির 158 তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। তবে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন। এমভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও। তিনি লিখেছেন, ‘‘এটা চমকপ্রদ যে ইঞ্জিনিয়ার দিবস পালিত হচ্ছে রবিবারে। আমার ধারণা ইঞ্জিনিয়ারদের মস্তিষ্ক রবিবারেও কাজ করে।”

মাইসোরের কৃষ্ণ রাজা সাগরা বাঁধ থেকে হায়দ্রাবাদের বন্যা সুরক্ষা ব্যবস্থার মুখ্য দায়িত্বে ছিলেন বিশ্বভার্যে। শুধু একজন দক্ষ ইঞ্জিনিয়ারই ছিলেন না পাশাপাশি তিনি একজন দক্ষ রৈজনীতিবিদও ছিলেন। 1912 সালে মাইসুরুর দ্বিতীয়মন্ত্রী হয়েছিলে।

 


সম্পর্কিত খবর