‘আমি স্তম্ভিত’ সুশান্তের অকাল প্রয়ানে টুইট শোকস্তব্ধ নরেন্দ্র মোদির

বাংলাহান্ট ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (susant singh rajput) আকস্মিক প্রয়ানে শোকের আবহ গোটা দেশ জুড়ে। শোকস্তব্ধ নরেন্দ্র মোদিও (narendra modi)। টুইটারে নিজের শোক ব্যক্ত করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, সুশান্তের মৃত্যুতে তিনি স্তম্ভিত।

IMG 20200614 WA0003
sushant singh rajput

২০২০ সাল বলিউডে একের পর এক বলি নিয়েছে। ইরফান খান, ঋষি কাপুরদের তালিকায় এবার যোগ হল আরো এক তারকার নাম, সুশান্ত সিং রাজপুত। ইরফান খান বা ঋষি কাপুরের তুলনায় অনেকখানি নবাগত সুশান্ত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত। তারপর আর তাকে ফিরে তাকাতে হয় নি। ‘কায় পো চে’ , ‘ ছিছোড়ে ‘, ‘এম এস ধোনি : আ আনটোল্ড ‘ স্টোরির মত সিনেমায় নিজের অভিনয় দক্ষতা চিনিয়েছেন।

images 62 2

আজ সকালে নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা।

তার অকাল প্রয়ানে গভীর শোক ব্যক্ত করে নরেন্দ্র মোদী লেখেন, “সুশান্ত সিং রাজপুত … একটি উজ্জ্বল তরুণ অভিনেতা খুব শীঘ্রই চলে গেলেন। তিনি টিভি এবং চলচ্চিত্রে অসামান্য প্রতিভার সাক্ষর রেখেছেন। বিনোদন বিশ্বে তার উত্থান অনেক অনুপ্রাণিত করেছে। তার মৃত্যুতে আমি স্তম্ভিত।তার পরিবার এবং ভক্তদের জন্য সমদুঃখী আমি। ওম শান্তি”

মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েও অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর ইচ্ছা ছিল সুশান্তের। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত। কিন্তু কলেজের তৃতীয় বর্ষে থাকাকালীনই তিনি পড়াশোনা ছেড়ে দেন অভিনয় জগতে নিজের ভাগ‍্য পরীক্ষার জন‍্য। অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর জন‍্য থিয়েটার ক্লাসে ভর্তি হন সুশান্ত। সেখানেই তাঁর ওপর চোখ পড়ে বালাজি টেলিফিল্মসের কাস্টিং টিমের। ‘কিস দেশ মে হ‍্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রীত চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। এরপরেই আসে তাঁর প্রথম ব্রেক। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত।

সম্পর্কিত খবর