বাংলা হান্ট ডেস্ক ঃ গত ৫ ই আগস্ট ৩৭০ নম্বর ধারা ও ৩৫ এ খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই কারণে ভারতকে চাপে ফেলতে বেশ কিছু পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও পাক সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বার পুলওয়ামা হামলা হওয়ার হুমকিও দেন ইমরান খান। যদিও এমনটা করে নিজেই নিজের বিপদ ডেকে আনছে পাকিস্তান এমনটাই ধারণা বিশিষ্টদের।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে প্রধানমন্ত্রী প্রথমে সমঝোতা ও থর এক্সপ্রেসের পর এবার বাস পরিষেবাও বন্ধ করল পাকিস্তান। দিল্লি লাহোর বাস পরিষেবার পাশাপাশি অমৃতসর ননকানা সাহিব বাস পরিষেবাও বন্ধ করলো করে পাকিস্তান। তবে ভারতকে চাপে ফেলতে একের পর এক পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত মোদির চাপে পড়ে সুর বদলালেন প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান বলেন, “কাশ্মীর থেকে গোটা বিশ্বের নজর ঘোরাতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে ভারত।”তার মতে, “পুলওয়ামা ঘটনার পরেও একই রাস্তায় হেঁটেছিল ভারত। এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমাদের।
আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি, কিন্তু ভারত আমাদের সাথ দিচ্ছে না। “ইমরান খানের এই কথায় স্পষ্ট যে মোদীর চাপে পড়ে সুর বদলাচ্ছে পাকিস্তান।