মমতার নিমন্ত্রণেও এলেন না মোদী! বাংলার বাণিজ্য সম্মেলনে থাকছেন না প্রধানমন্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মমতার ডাকে সাড়া দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে নিজে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তা সত্ত্বেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিচ্ছেন না মোদী। আজই রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প সম্মেলনের আমন্ত্রণ পত্র বণ্টন করা শুরু করা হয়েছে৷ সেই আমন্ত্রণপত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম থাকলেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম থাকছে না।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী গত সপ্তাহের শেষে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে মোদীর না থাকার সিদ্ধান্ত এবং তার কারণ সম্পর্কে জানানো হয়েছিল৷ প্রসঙ্গত, আসন্ন ২০শে এপ্রিল থেকে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আরম্ভ হবে৷ তার বেশকিছুদিন আগে রাজ্য সরকার অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করে যাচ্ছিলেন৷ সেই আয়োজনের অংশ হিসাবে কয়েকমাস আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী৷

এতে কোনও সন্দেহ নেই যে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে বাণিজ্য সম্মেলনের গুরুত্ব অনেকটাই বাড়ত। তবে আরেক মহলের মত যে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির কাছে খানিকটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো৷ কারণ এই শিল্প সম্মেলেনর আয়োজনের সার্থকতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি৷

জানা গেছে কয়েক দিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত মজুমদার সহ আরও সমস্ত বঙ্গ বিজেপি সাংসদরা৷ অনুমান করা হচ্ছে তখনই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে না আসার জন্য বঙ্গ বিজেপি-র তরফে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়৷ ফলে, দলের স্বার্থেই শেষপর্যন্ত নিজেকে এই সম্মেলন থেকে সরিয়ে রাখলেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর