মহিলারা হিজাব পরবেন কী না, তা বলার মোদী কেউ নন! প্রধানমন্ত্রীকে খোঁচা তুর্কির নোবেল জয়ীর

বাংলাহান্ট ডেস্ক: ইরান ও ভারতে চলা হিজাব বিতর্কে এবার মুখ খুললেন তুর্কির (Turkey) নোবেল জয়ী সাহিত্যিক অরহান পামুক (Orhan Pamuk)। গত ১৬ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম ইরানের বাসিন্দা ২২ বছর বয়সি মাসা আমিনির মৃত্যু হয় হিজাব পরা নিয়ে ‘নীতি পুলিশির’ জেরে। তাঁর মৃত্যুর পরেই সে দেশে হিজাব পরা নিয়ে শুরু হয়েছে আন্দোলন। তাতে অংশ নিয়েছেন সেখানকার মহিলারা। অন্যদিকে, ভারতের কর্ণাটকেও কলেজ ছাত্রীদের হিজাব পরতে না দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ভারতের এক সংবাদমাধ্যমের তরফে এই বিষয়ে সাহিত্যিকের মতামত জানতে চাওয়া হয়েছিল।

তুর্কির নোবেল জয়ী সাহিত্যিক অরহান পামুক তাঁর উপন্যাস ‘স্নো’-তে তুর্কিতে হিজাব পরা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরান ও ভারতে চলা হিজাব বিতর্ক নিয়ে পামুক বলেন, “ফ্রান্সে স্কুল ও কলেজ ছাত্রীদের উপর হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি কলেজ ছাত্রীদের মানবাধিকার লঙঘন করে। আমার উপন্যাসেও এটাই বলা হয়েছে। মানবাধিকারের বিষয় নিয়েই কথা বলেছি আমার উপন্যাসে।”

তিনি আরও বলেন, “তুর্কির সেকুলার জাতীয়তাবাদীরা হিজাব নিষিদ্ধ করেছিল দেশে। অল্পসংখ্যক মানুষ এটি ঠিক করছিল। কিন্তু ৬৫ শতাংশ মহিলাই এই নির্দেশ মানেননি। তাঁরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য মেনে হিজাব পরেছিলেন। হিজাব নিয়ে কোনও রাজনীতির শিকার হতে চাননি তাঁরা।” তিনি জানান, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও হিজাব পরনে নিষেধাজ্ঞার বিরুদ্ধেই ক্ষমতায় এসেছেন তুর্কির বর্তমান প্রেসিডেন্ট এরোদান। 

সে দেশের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ এর বিরুদ্ধে। পামুক বলেন, “আমার উপন্যাস ‘স্নো’-তে একটি নাটকের দৃশ্য রয়েছে। সেখানে একজন মহিলা জোর করে হিজাব খুলে তা জ্বালিয়ে দেন। বর্তমানে ইরানে একই ঘটনা ঘটছে।” ইরানের এই মহিলাদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে বলে জানান সাহিত্যিক। একইসঙ্গে পামুক জানান, ইরানের মহিলাদের প্রশংসা করেন তিনি।

Orhan Pamuk Statement

‘স্নো’ উপন্যাস প্রসঙ্গে বলেন, “আমি নিজের উপন্যাসে হিজাবের সমর্থন করি নি। আমি মহিলাদের মানবাধিকারের সমর্থন করেছি। তাঁরা কী পরবেন বা পরবেন না, তা যেন তাঁরা নিজেরা ঠিক করতে পারেন।” একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বিরোধীতাও করেছেন অরহান পামুক। তিনি বলেন, “মহিলারা কী পরবেন তা ট্রাম্প বা মোদি ঠিক করে দেবেন না। মহিলারা নিজেরাই ঠিক করুন তাঁরা কী পরবেন আর কী পরবেন না।”

Subhraroop

সম্পর্কিত খবর