কিছুদিন আগেই কলকাতা সফরে আসেন নরেন্দ্র মোদী আবার চলতি মাসের মধ্যেই পাড়ি দিতে পারেন বাংলাদেশ। কিছুদিনের জন্য এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের আগমনে প্রায় অনেকটাই উতসাহ ছিলেন নরেন্দ্র মোদী। মোতেরা স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি অনেক কথাই বলেন।
তার পরপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেন তিনি বলেন , আমি ৮ হাজার কিমি সফর করে এখানে এসেছি, কারণ আমেরিকা ভারতকে খুব ভালোবাসে। ভারত একটি সহনশীল দেশ আর প্রধানমন্ত্রী মোদী চ্যাম্পিয়ন। উনি বলেন, ‘আগামীকাল আমি প্রধানমন্ত্রী মোদীর সাথে দ্বিপাক্ষিক বার্তায় অংশ নেব। ওই বার্তায় আমরা অনেক চুক্তি করব, ভারত আর আমেরিকা ডিফেন্স সেক্টরে এগিয়ে চলেছে, আমরা ভারকে খুব শীঘ্রই খতরনাক মিসাইল আর হাতিয়ার দেব। ভারত আর আমেরিকা মিলে ইসলামিক সন্ত্রাসবাদের সাথে লড়াই করবে, আর তাঁদের হারাবেও। মোতেরা থেকে পরোক্ষ ভাবে পাকিস্তানকে ট্রাম্প বলেন, নিজেদের দেশের সীমার রক্ষা করা আর সুরক্ষিত করার অধিকার সবার আছে। আরও একাধিক ইস্যু নিয়ে কথা হয়।আর এরপরেই আগামী ১৬ থেকে ১৮ মার্চ তিনদিনের সফরে মোদি যাবেন বাংলাদেশে । প্রতিবেশী রাষ্ট্রে যাওয়া নিয়ে যথেষ্ট উদ্গ্রীব তিনি।
আর এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা আছে বলে জানিয়েছেন, নরেন্দ্র মোদী।গত বছর ৫ অক্টোবর, মোদির আমন্ত্রণে ভারতে এসেছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ গিয়ে ১৭ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎসব উদযাপনে অংশ নেবেন মোদি। পাশাপাশি আরও নানারকম আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।