প্রধানমন্ত্রীর খাজানা! ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম হবে মোদীর ১,২০০ টি উপহার, দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রাপ্ত উপহারসামগ্রীর নিলাম সম্পন্ন হতে চলেছে। জানা গিয়েছে, গত বছর প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত উপহারের নিলাম আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এই সময়ের মধ্যে মোট ১,২০০ টি উপহারসামগ্রী নিলাম করা হবে। এইসব উপহারের দাম থেকে শুরু করে সমস্ত বিবরণ পাওয়া যাবে অনলাইনে। এমতাবস্থায়, ওই উপহারসামগ্রীর রিজার্ভ মূল্য নির্ধারিত হয়েছে ১০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া জিনিসগুলির এটি চতুর্থ নিলাম হতে চলেছে। এদিকে, মোট ১২০০ টি সামগ্রীর মধ্যে ইতিমধ্যেই ৩০০ টি ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে প্রদর্শন করা হয়েছে। মূলত, এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ “নমামি গঙ্গে” কর্মসূচিতে ব্যয় করা হবে। জানিয়ে রাখি যে, “নমামি গঙ্গে” কর্মসূচিটি মোদী সরকার ২০১৪ সালের জুন মাসে শুরু করেছিল।

মধুবনী পেইন্টিং থেকে দাবার সেট সবকিছুই রয়েছে সামিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উপহারগুলি নিলাম করা হচ্ছে সেখানে মধুবনী পেইন্টিং থেকে শুরু করে সম্প্রতি অনুষ্ঠিত চেন্নাই দাবা অলিম্পিয়াডের সময় উপহার দেওয়া একটি দাবা সেট পর্যন্ত সামিল রয়েছে। এদিকে, এই মধুবনী পেইন্টিংটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এটিতে করোনার সময়কালে চলা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে টিকাকরণের প্রসঙ্গটি ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি, এই নিলামে প্যারা অলিম্পিয়ান এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন এমন ক্রীড়াবিদদের খেলার সরঞ্জামও অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বনিম্ন উপহারের দাম হল ১০০ টাকা: প্রধানমন্ত্রীর নিলামে তোলা উপহারের মধ্যে সবচেয়ে কম দাম হল ভগবান গণেশের একটি ছবির। এর রিজার্ভ মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। জানিয়ে দিই যে, রিজার্ভ মূল্য হল ন্যূনতম মূল্য। নিলাম চলাকালীন বিডের মাধ্যমে এর দাম বৃদ্ধিও করা যেতে পারে। জানা গিয়েছে, কর্ণাটকের শ্রী বেনায়কা দেবরু মন্দির থেকে প্রধানমন্ত্রীকে ভগবান গণেশের এই ছবি উপহার দেওয়া হয়। এছাড়াও, কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক বিজয়ী ভাবনা প্যাটেলের স্বাক্ষর বহনকারী একটি টেবিল টেনিস র‌্যাকেটও অন্তর্ভুক্ত রয়েছে নিলামে। এর রিজার্ভ মূল্য রাখা হয়েছে ৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর উপহারের তালিকার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রীও।

modi 10 1

নীরজ চোপড়ার জ্যাভলিন নিলাম হয়েছিল দেড় কোটি টাকায়: গত বছর অনুষ্ঠিত নিলামে অলিম্পিক স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার জ্যাভলিন বিক্রি হয়েছিল ১.৫ কোটি টাকায়। গত বছর তিন ধাপে নিলাম অনুষ্ঠিত হয়। তখন প্রায় ১,৩০০ টিরও বেশি সামগ্রীর নিলাম থেকে ১৬ কোটিরও বেশি টাকা পাওয়া যায়। এই সমস্ত অর্থ “নমামি গঙ্গে” প্রকল্পের জন্য ব্যয় করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর