নিজের এলাকায় দাঁড়ান, তৃনমূল কে চাপে রাখলেন মদন

Published On:

বাংলা হান্ট ডেস্ক ঃরাজ্য তৃণমূলের যে কয়টি সোশ্যাল পেজ আছে তার মধ্যে অন্যতম মদন মিত্র ফেসবুক পেজ। গতকাল তিনি প্রায় এক ঘণ্টার একটি ভিডিও ফেসবুক লাইভ করে সেখানে তিনি দাবি করেন এবং আক্ষেপের সুরে তিনি বলেন তৃণমূল তাকে বারবার নিজের এলাকার ছেড়ে বাইরে দাঁড়ানোর কথা বলেছেন এবং সেই মতো তিনি দক্ষিণ ২৪পরগনা বিষ্ণুপুর থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে জিতে ছিলেন এবং পরে দল তাকে ব্যারাকপুর কামারহাটি এবং অবশেষে ভাটপাড়ার উপর নির্বাচনে টিকিট করায়। এ

 

রপর বেশ কিছুটা চাপে পড়তে হয় মদন মিত্রকে। কারণ কামারহাটি যে তিনি হেরে যান এবং ভাটপাড়ার উপনির্বাচনেও হেরে যায়। এরপর গতকাল তৃণমূলের উত্তর ২৪পরগনা যে ভাঙ্গন লক্ষ্য করা যাচ্ছে, সেখানে একাধিক পর্যবেক্ষক বসেছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সুজিত বোস কে দায়িত্ব দেওয়া হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে, তাপস রায় কে দায়িত্ব দেয়া হয়েছে দমদম লোকসভা কেন্দ্রে, দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রে রথিন ঘোষ কে, ব্যারাকপুর এর দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে কিন্তু মদন মিত্রের নাম একবারও কেউ উচ্চারণ করেনি, ফলে কিছুটা হলেও ব্যাকফুটে মদন মিত্র।

 

তিনি জানিয়েছেন তৃণমূলের একাধিক নেতা এবং মন্ত্রী তার নিজের বিধানসভায় হেরে গেছে তবুও দলের তরফ থেকে তাদের পুরস্কৃত করা হচ্ছে কিন্তু কামারহাটি বিধানসভা লোকসভা দমদম এর মধ্যে অন্তর্গত সেখানে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল। তারপরে কেন বঞ্চিত তৃণমূলের এই দাপুটে নেতা মদন মিত্র। তার উত্তর এখনো পাওয়া যায়নি কিন্তু মদন মিত্র দল পরিবর্তন করছে কি না তা এখন ও জানা যাইনি। সেই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

X