সৌরভ KKR-কে গম্ভীরের চেয়েও বেশি IPL জেতাতে পারতো! মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL) ইতিহাসে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (KKR) তৃতীয় সবচেয়ে সফল দল। মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পর তারাই সবথেকে বেশি বার আইপিএলের শিরোপা জয় করেছে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে ফাইনালে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল।

তার আগে প্রথম তিন বছরে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে দু বছর ভালো শুরু করেও আইপিএলে ভালো ফলাফল করতে পারেনি নাইটরা। সৌরভের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়ে আইপিএলে নিজেদের যাত্রা শুরু করেছিল কেকেআর। কিন্তু প্রথম বছর অর্থাৎ ২০০৮ সালে মাত্র ছয়টি এবং ২০১০ সালে ফের সৌরভ নেতৃত্বে ফিরে আসার পর সাতটি ম্যাচ জিতেও রান রেটের কারণে প্লে অফে পৌঁছতে পারেনি কলকাতা।

এর পরের বছর আইপিএলের মেগা নিলামে সৌরভকে আর দলের সামিল করেনি কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরকে নতুন অধিনায়ক করে নতুন করে দল সাজিয়ে দুই বছর পরেই সাফল্য পেয়েছিলেন শাহরুখ খানরা। কিন্তু সৌরভ গাঙ্গুলের প্রাক্তন সতীর্থ বা বলা হলো শিষ্য মহম্মদ কাইফ মনে করেন যে যদি তাকে আরো সময় দেওয়া হতো কেকেআরের অধিনায়কত্ব নিয়ে তাহলে তিনিও কলকাতাকে তিন চারটি আইপিএল শিরোপা জিতিয়ে দিতে পারতেন।

531280 mohammad kaif general getty

কেন তার এমন মনে হয় সেই বিষয়টিও ব্যাখ্যা করেছেন কাইফ। তিনি বলেছেন, ‘সৌরভ একবারও আইপিএলে টানা অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পায়নি। আমার মনে হয় অন্তত ৭-৮ বছর যদি তার ওপর ভরসা রাখা হতো তাহলে তিনি কলকাতা নাইট রাইডার্সকে তিন চারটি আইপিএল ট্রফি জিতিয়ে দিতে পারতেন।

সৌরভ পরবর্তীকালে পুনে ওয়ারিয়ার্স দলের অধিনায়কত্ব করেছেন। কিন্তু সেখানেও তার রেকর্ড অত্যন্ত খারাপ যদিও মুম্বাই ইন্ডিয়ান্সকে দুর্দান্তভাবে হারিয়ে তার দল যাত্রা শুরু করেছিল ২০১২ সালে। এইবার আইপিএলে প্রথমবার মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারিয়েছিল সৌরভের নেতৃত্বাধীন দল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর