স্বর্ণযুগের অবিস্মরণীয় শিল্পী, বলিউডে এবার কিংবদন্তি মহম্মদ রফির বায়োপিক! কোন অভিনেতা থাকছেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগৎকে যাঁরা সমৃদ্ধ করেছেন তাঁদের মধ্যে মহম্মদ রফির (Mohammad Rafi) নাম না নিলেই নয়। কিশোর কুমার, মান্না দে-র সময়কালীন সময়ে সঙ্গীতের স্বর্ণযুগে তাঁর অবদান লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। এমনকি অপর দুই শিল্পীর সঙ্গে প্রায়ই মহত্ব এবং পারদর্শিতা নিয়ে তুলনা চলে রফির (Mohammad Rafi)। হেন কোনো গান নেই যা তাঁর কণ্ঠে খেল না। বহু জনপ্রিয় নায়কের জন্য কণ্ঠ দিয়েছেন তিনি। এবার রফি তথা সঙ্গীত ভক্তদের জন্য এল এক বড় সুখবর।

মহম্মদ রফির (Mohammad Rafi) বায়োপিক বলিউডে

বলিউডে আসছে মহম্মদ রফির (Mohammad Rafi) বায়োপিক। ডিসেম্বরে কিংবদন্তি গায়কের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেখা যাবে এই বায়োপিকের। বলিউডে বায়োপিক নিয়ে বরাবরই একটা আলাদা আগ্রহ কাজ করে সকলের মধ্যে। যেমনটা জানা যাচ্ছে, মহম্মদ রফির (Mohammad Rafi) বায়োপিকের পরিচালনার দায়িত্বে থাকছেন ‘ওহ মাই গড’ খ্যাত পরিচালক উমেশ শুক্লা। তবে কথাবার্তা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বলেই জানা যাচ্ছে।

Mohammad rafi biopic in bollywood

এই পরিচালক থাকতে পারেন দায়িত্বে: এই মুহূর্তে গোয়ায় চলছে আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই এই বায়োপিকের কথা জানান মহম্মদ রফি (Mohammad Rafi) পুত্র শাহিদ। তিনি জানিয়েছেন, বায়োপিক ‘আসমান সে আয়া ফরিস্তা- মহম্মদ রফি- দ্য কিং অফ মেলোডি’র জন্য পরিচালক উমেশ শুক্লার সঙ্গে আলোচনা চলছে তাঁর।

আরো পড়ুন : কড়া সমালোচক ছিলেন ছেলের, রণবীরের এই ছবি ফ্লপ হবে, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ঋষি

সবটাই রয়েছে আলোচনার স্তরে: তবে না, এটাই বায়োপিকের নাম হবে বলে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ছবিতে মহম্মদ রফির (Mohammad Rafi) ভূমিকায় কাকে দেখা যাবে তাও এখনো স্পষ্ট নয়। তবে রফি পুত্র জানান, এটি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি হতে চলেছে। বায়োপিক সংক্রান্ত বাকি তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

আরো পড়ুন : বিয়েবাড়িতে গান গেয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট! ১ ঘন্টার পারফরম্যান্সের জন্য কত টাকা নেন অরিজিৎ?

প্রসঙ্গত, কিশোর কুমার, মান্না দে-র সঙ্গেই মহম্মদ রফির নাম উচ্চারিত হলেও তিনি ছিলেন কিশোরের অগ্রজ। রফি যখন সাফল্যের শীর্ষে রয়েছেন তখনই জনপ্রিয়তা পেতে শুরু করেন কিশোর কুমার। তবুও রফি এত বছর পর এই তরুণ প্রজন্মের কাছেও রফির গান অমূল্য। এই কিংবদন্তি শিল্পীকে নিয়ে যদি জীবনী চিত্র তৈরি হয় তবে তা যে সিনেমা জগৎকেও সমৃদ্ধ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি চলচ্চিত্র উৎসবে হিন্দি গান এবং সিনেমার প্রতি অবদানের জন্য বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে মহম্মদ রফিকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর