USA-র রাস্তায় গাড়ি থামিয়ে নামাজ পাঠ করলেন রিজওয়ান! ভাইরাল বিরল মুহূর্তের ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বোস্টনের রাস্তায় সবাইকে অবাক করে দিলেন পাকিস্তানের (Pakistan) উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান (Md. Rizwan)। আচমকাই তাকে দেখা যায় গাড়ি থামিয়ে মাঝরাস্তায় নামাজ পড়তে। কিছুদিন আগেই রিজওয়ান এবং তার অধিনায়ক ও তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam) হার্ভার্ড এডুকেশন স্কুলের (Harvard Business School) বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং স্পোর্টস বিষয়ে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশ নেওয়ার কারণে দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।

জানা গিয়েছে তাদের ওই অনুষ্ঠানটি ৩১ মে থেকে শুরু হওয়া প্রোগ্রামটি ৩রা জুন পর্যন্ত চলে এবং তারা দুজনেই বিশ্বের প্রথম খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। রিজওয়ান যদিও সেই সীমা শেষ হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার মধ্যেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি এই কান্ডটি করে।

   

তার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ভাইরাল যেখানে রিজওয়ানকে বোস্টনের রাস্তার মাঝেই নামাজ পড়তে দেখা যায়। ভিডিওটি যদিও দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এই কাজের জন্য তার প্রশংসা করেছেন। আবার অনেকে সমালোচনা করে বলেছেন যে এই কাজগুলি করার নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে।

রিজওয়ান যে তার ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাবান সেটা আগেও একাধিকবার প্রমাণিত হয়েছে। তিনি এবং বাবর যে অনুষ্ঠানে সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন সেখানে নিজেদের বাকি সহপাঠীদের সঙ্গে শিক্ষা গ্রহণ করার ছবি শেয়ার করেছিলেন ক্রিকেটাররা নিজেই। অনুষ্ঠানের একদম শেষ দিনে নিজের শিক্ষকদের পবিত্র কোরান উপহার দেন রিজওয়ান।

বাবর আজম এবং রিজওয়ানের জুটি অত্যন্ত সফল। যদিও গতবছরের টি-টোয়েন্টি ফরম্যাটে এই জুটিতে আদৌ কতটা কার্যকর সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল এবং এর কারণ ছিল তাদের দুর্বল স্ট্রাইক রেট। তবে এই ব্যাপারে কেউই হয়তো অস্বীকার করতে পারবেন না যে, যে কোনও ফরম্যাটেই পাকিস্তানের সাফল্যের পেছনে এই জুটিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর