খিদের জ্বালায় বাড়ির সামনে অজ্ঞান হয়ে যাওয়া শ্রমিককে খাবার দিয়ে সাহায্য করলেন মহম্মদ সামি।

দেশজুড়ে 21 দিনের লকডাউন কেটে উঠার আগেই ফের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন অবস্থায় দেশের যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদের অনেকেই বাস গাড়ি না পাওয়ার কারনে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। না খেয়ে, না ঘুমিয়ে এই হাজার হাজার কিলোমিটার হাঁটতে গিয়ে রাস্তায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমনই একজন পরিযায়ী শ্রমিক খিদের জ্বালায় অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ সামির বাড়ির সামনে।

সামি এই কথা ইনস্টাগ্রাম চ্যাটে এসে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার জুজবেন্দ্র চাহালকে। সামি বলেছেন, ‘সেই শ্রমিক রাজস্থান থেকে আসছিলেন, তিনি বিহারে যাবেন, যেটা লখনৌ থেকে অনেক দূরে অবস্থিত।

1306036451f5c09c7c87b5cb778faaea499a8eafaa21cc5b1e336b16adae8743bf1f0e071

সামি জানিয়েছেন, তিনি এতদূর যাবেন কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। এছাড়াও সামি জানিয়েছেন আমি আমার বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখলাম হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়লেন আমার বাড়ির সামনে। আমি তার কাছে গিয়ে বুঝতে পারলাম তিনি মূলত খাবারের অভাবে অজ্ঞান হয়ে পড়েছেন, সেটা জানার পর আমি তাকে খাবার দিলাম, আমার সাধ্যমত সাহায্য করলাম। এছাড়াও স্বামী জানিয়েছেন আমার বাড়ির হাইওয়ের উপর হওয়ার জন্য আমি প্রায় প্রতিদিনই দেখতে পাই হাজার হাজার শ্রমিক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন, তাদের কষ্ট আমি নিজের চোখে দেখি। আমার যতটা সম্ভব হয় তাদেরকে সাহায্য করার চেষ্টা করি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর