“ও গোল্লায় যাক”, সেমিফাইনালে সপ্তম স্বর্গে উঠে ভারতকে গর্বিত করা শামিকে নিয়ে মন্তব্য স্ত্রী হাসিনের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কোনও ভারতীয় ক্রিকেটার এর আগে কোন বিশ্বকাপে এত ধারাবাহিক পারফরম‍্যান্স দেখাতে পেরেছেন কি? মহম্মদ শামির (Mohammad Shami) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) পারফরম্যান্স দেখার পর অনেকে এই প্রশ্নই তুলছেন। অনেকেই হয়তো ২০০৩ সালে সচিন টেন্ডুলকারের পারফরম্যান্সের কথা তুলে ধরবেন। কিন্তু চলতে বিশ্বকাপ এই সচিনের ওই বিশ্বকাপে গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। আবার বর্তমান যুগে ক্রিকেট খেলাটা কতটা ব্যাটিং কেন্দ্রিক হয়ে গেছে, সেই কথা ভাবতে গেলে কিছুতেই এটা বলা যায় না যে কোলে এই বিশ্বকাপে শামির চেয়েও গুরুত্বপূর্ণ পারফর্মার ভারতীয় দলে (Indian Cricket Team)।

প্রাথমিকভাবে বিশ্বকাপের দলের সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু হার্দিক পান্ডিয়ার চোট শামির সামনে বিশ্বকাপের দ্বিতীয়বার মাঠে নামার দরজা খুলে দেয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্যায়ের ম্যাচে চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমে ছিলেন এই ভারতীয় ফাস্ট বোলার এবং প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে তিনি জানিয়ে দেন রোহিত শর্মা তাকে প্রাথমিকভাবে বসিয়ে রেখে হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

আপাতত ২৩ উইকেট নিয়ে শামি মাত্র ছয় ম্যাচ খেলেই বাকি বোলারদের চেয়েও এগিয়ে গিয়েছেন। কোন বড়সড়ো চমক যদি অপেক্ষা না করে, তাহলে তিনিই হতে চলেছেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কিন্তু শামির এই সুখের সময় তাকে নিয়ে ঠিক কতটা উত্তেজিত তার স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)।

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাতে না পারলে….! মায়ের কাছে ভয়ঙ্কর প্রতিজ্ঞা শামির

তাই পাঁচ বছর আগে শামির বিরুদ্ধে দাম্পত্য নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী হাসিন। এরপর কোর্টে একাধিক মামলা চলার পর আদালত শেষপর্যন্ত শামিকে মাসিক ১ লক্ষ ৩০ হাজার টাকা হাসিন ও তার মেয়ের জন্য তুলে দেওয়ার সিদ্ধান্ত মানতে বলেছিল। চলতি বিশ্বকাপ চলাকালীনই এক সংবাদ মাধ্যম হাসিনের সামনে প্রশ্ন রেখেছিল এই বিশ্বকাপে স্বামী অসাধারন পারফরম্যান্স করছে সেই বিষয়ে তার কোনও বক্তব্য আছে কিনা। জবাবে তিনি জানিয়েছিলেন যে তিনি ক্রিকেট নিয়ে উৎসাহী নন তবে স্বামী ভালো পারফরম্যান্স করার অর্থ তারা আর্থিক লাভের সম্ভাবনা। তাই বিষয়টা তার কাছে খুবই ভালো খবর।

 

View this post on Instagram

 

A post shared by Haseen Jahan (@hasinjahanofficial)

এরপর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তাকে আক্রমণ করেছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাদের আক্রমণ যে কোনওভাবেই হাসিনার জীবনে কোনও প্রভাব ফেলে না সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন একজন ধর্মগুরু উপদেশ দিচ্ছেন, “যখন আপনি জানেন আপনি ঠিক, আপনার অন্তরআত্মাও আপনার পক্ষে, তখন অন্যদের আপনাকে নিয়ে মতামত গোল্লায় যাক।” হাসিন এই পোস্টটি কারোর উদ্দেশ্যে না করে থাকলে অনেকেই ধরে নিচ্ছেন এটি শামি এবং তার ভক্তদের উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এর জন্য সোশ্যাল মিডিয়ায় আরও একপ্রস্থ সমালোচিত হন তিনি।

 

X