বাংলাহান্ট ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর ক্রমশ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশের (Bangladesh)। সেদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক হামলার ঘটনা নিন্দার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। এমনকি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের ভারত (India) বিরোধী মনোভাব তিক্ততা সৃষ্টি করেছে দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের উপর।
বাংলাদেশের (Bangladesh) ইউনূসের ভারতকে নিয়ে মন্তব্য
এই আবহে চিনকে বাংলাদেশের ‘চিরস্থায়ী বন্ধু’ হিসেবে উল্লেখ করে ভারতের সাথে সম্পর্কের অবনতি নিয়ে ব্যক্তিগত দুঃখ প্রকাশ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সুইৎজারল্যান্ডের দাভোসে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-র মাঝেই সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস (Mohammad Yunus) বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক যথাসম্ভব মজবুত হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়।”
আরোও পড়ুন : তিনিই সইফের হামলাকারী! পুলিশের একটা “ভুল”এ সর্বস্ব হারালেন যুবক
বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে বলতে গিয়ে ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে চিন বাংলাদেশের ‘দীর্ঘমেয়াদি বন্ধু’। একইসাথে বাংলাদেশের (Bangladesh) সাথে ভারতের (India) সম্পর্কের অবনতি যে তাঁকে ব্যথিত করেছে সেই কথাও উল্লেখ করেন ইউনূস। এদিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
আরোও পড়ুন : নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেনা আওয়ামী লীগ, স্পষ্ট বার্তা অন্তর্বর্তী সরকারের! কী হবে হাসিনার দলের?
ইউনূসের কথায়, “হাসিনা জমানায় বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে যে দাবিগুলি করা হয়েছিল, তা সব মিথ্যা। আমাদের দেশের বর্তমান আর্থিক অবস্থা গোটা বিশ্বের কাছে একটা শিক্ষা। উনি (হাসিনা) বলেছিলেন আমাদের বৃদ্ধির হার সবথেকে বেশি, কিন্তু সেটা সবটাই মিথ্যা ছিল।” এই আবহে চিনকে ‘দীর্ঘমেয়াদি বন্ধু’ হিসেবে উল্লেখ করে ইউনূস বিশেষ কোনো বার্তা দিতে চাইলে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।
সাম্প্রতিক অতীতে পাকিস্তানের সাথে সামরিক এবং কূটনৈতিক স্তরে সম্পর্কের উন্নতি হয়েছে বাংলাদেশের (Bangladesh)। অন্যদিকে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) প্রতিনিধি দলও সম্প্রতি এসেছে ঢাকায়। সেই প্রতিনিধি দলের একজন এর আগে কাজ করেছেন চিনেও। তাই সব মিলিয়ে ইউনূসের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।