ইউনূসের পালা শেষ? বাংলাদেশে এবার ক্ষমতা দখল করবে সেনা? সামনে এল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশ (Bangladesh) সেনার অন্দরে বিদ্রোহের বীজ বপনের ভয়াবহ অভিযোগ ওঠে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে। একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, জেনারেল ওয়াকার-উজ-জামানকে সেনাপ্রধানের পদ থেকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন ফয়জুর রহমান।

বাংলাদেশের (Bangladesh) সেনা অভ্যুত্থান নিয়ে সরকারের বক্তব্য

এবার এই বিষয়ে মুখ খুলে পরিস্থিতি ‘সামাল’ দেওয়ার মরিয়া চেষ্টা করল ইউনূস সরকার (Mohammad Yunus)। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কার্যালয় জানিয়েছে, বাংলাদেশ সেনার (Bangladesh Army) অন্দরে অস্থিরতা বা সেনা অভ্যুত্থানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন : একী কাণ্ড! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগে “রাগ” ঢাকার, দেওয়া হল বিশেষ বার্তা

এভাবে মানুষের মনে ভীতি তৈরির চেষ্টা কাম্য নয় একেবারেই। এই ধরনের অপচেষ্টায় লাভ হয় না কারোর। এই ধরনের ভুয়ো ও ভিক্তিহীন খবর ছড়ানো থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসে অতীতে একাধিকবার ঘটেছে সেনা অভ্যুত্থানের ঘটনা। সেই কথা মাথায় রেখেই একটি মহল দাবি করছে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পাকিস্তান ও জামাত-ই-ইসলামির সহায়তায় ইউনূসকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন : রাত পোহালেই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা নিয়ে আগাম আপডেট দিল আবহাওয়া দপ্তর

দাবি করা হয়েছে, পাকিস্তান-পন্থী লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান (Muhammad Faizur Rahman) মার্চ মাসের প্রথম সপ্তাহে সেনা অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করতে একটি গোপন বৈঠকের তৎপরতাও শুরু করেছিলেন। যদিও পরবর্তীকালে ভেস্তে যায় সেই বৈঠক। ফয়জুর রহমানের সন্দেহজনক গতিবিধি নজর এড়ায়নি প্রশাসনের।

সূত্রের দাবি, পরিস্থিতি এমনই যে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর কড়া নজরে রয়েছেন ফয়জুর। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্টান্ডার্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিতিশীলতা সংক্রান্ত যে খবর প্রচার করা হচ্ছে, তার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে পরোক্ষভাবে দায়ী করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলিকে।

Mohammad Yunus government comments on Bangladesh.

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে,  ‘এ ধরনের মিথ্যা তথ্য প্রচার জাতীয় অবহেলা এবং বিদেশি বিষয়েও হস্তক্ষেপের বিরুদ্ধে যে মৌলিক নীতি রয়েছে, তা ক্ষুণ্ণ করে। পাশাপাশি এটি সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণ্ণ করে।’ এই প্রেস বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের ভিত্তিহীন চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর