মাস্টারস্ট্রোক ইউনূসের! এবার বাংলাদেশের এইসব যোদ্ধারা পাবেন ভাতা–সুবিধা,তালিকায় কারা আছে?

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েক মাস আগেই ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ (Bangladesh)। আর সেই ছাত্র আন্দোলনের মূল কারণই ছিল স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন মুক্তিযোদ্ধাদের পরিবারকে বাড়তি সুবিধা প্রদান করা হবে। তারপর অবশ্য পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।

বাংলাদেশের (Bangladesh) এই নাগরিকরা পাবেন ভাতা

পরিস্থিতির অবনতি ঘটার সাথে সাথেই গদিচ্যুত হয় শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার। শুধু তাই নয়, এরপর মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। কিন্তু এবার ফের যোদ্ধাদেরকে বাড়তি সুবিধা দিতে চলেছে ইউনূস সরকার। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে, এখন মুক্তিযোদ্ধা নয়, ‘জুলাই যোদ্ধা’রা (July Yoddha) পাবেন সরকারি সুযোগ সুবিধা।

আরোও পড়ুন : জোড়া বিদায় জলসার সিরিয়ালে, রাতারাতি বদলে গেল নায়ক! এন্ট্রি নিলেন এই অভিনেতা

সূত্রের খবর, শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা ফারুক-ই-আজমের তরফে আন্দোলনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসার বিশেষ সুবিধা ও আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও তুলে ধরা হয়।

আরোও পড়ুন : আজকের রাশিফল ১৯ ফেব্রুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

ফারুক-ই-আজম জানান, আন্দোলনে নিহতদের পরিবারকে প্রদান করা হবে এককালীন ৩০ লক্ষ টাকা। পাশাপাশি গুরুতর আহতরা এককালীন ৫ লক্ষ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া, অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের মিলবে এককালীন ৩ লক্ষ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা। সামান্য আহতরা চাকরি ও পুনর্বাসনে অগ্রাধিকার পেলেও তাঁরা কোনও আর্থিক ভাতা পাবেন না।

Mohammad Yunus plan for this Bangladesh people

একইসঙ্গে ফারুক দাবি করেন, এ বার বাংলাদেশের (Bangladesh) ‘ভুয়ো’ মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হবে। তাঁর কথায়, ‘অভিযোগ উঠেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না–করেও অনেকে সেই স্বীকৃতি নিয়ে সরকারি সুযোগ–সুবিধা ভোগ করছেন। তাই নতুন প্রশাসন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রক্ষা করতে এই বিষয়ে কঠোর হতে চলেছে।’

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর