বাংলা হান্ট ডেস্কঃ অন্যান্য অনেক ক্লাব তো আছেই তবে কলকাতার ফুটবল আবেগ আবর্তিত হয় মূলত তিনটি ক্লাবকে ঘিরেই, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং। তবে করোনার কারণে আপাতত মাঠে বন্ধ ফুটবল। মাঝখানে কিছুদিন খেলা শুরু হলেও দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের একবার মাঠপাড়ায় অধরাই থেকে যাচ্ছে ফুটবলারদের কাছে। আর ফুটবলপ্রেমীরা তো কবে থেকেই মাঠের বাইরে। কোভিডের জেরে রীতিমতো ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিস্থিতি। বেহাল দশা খেলার সঙ্গে যুক্ত সকলেরই। এর আগেও লকডাউন এবং আমফানে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে মহামেডান স্পোর্টিং।
কখনো মালিদের সাহায্য করা, তাদের হাতে খাবার পৌঁছে দেওয়া, কখনোবা আমফান পরবর্তী ক্ষেত্রে বৃক্ষরোপণ প্রভৃতি বিভিন্ন কাজেই এগিয়ে এসেছে তারা। এবার ক্লাবের সদস্যদের জন্য বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বড় ভূমিকা নিল ক্লাব কর্তৃপক্ষ। প্রায় ১৮০০ জন সদস্যের এবছরের বার্ষিক ১০০০ টাকা সদস্য চাঁদা মুকুব করল তারা। মোহামেডান স্পোর্টিংয়ের বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বর্তমান কোভিড-১৯ অতিমারীর ফলে সংঘটিত অর্থনৈতিক ভাঙ্গনের কথা মাথায় রেখে যে সমস্ত সদস্য আর্থিক কারণে নিজেদের মেম্বারশিপ রিনিউ করতে পারবেন না, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ রিনিউ করার সুযোগ দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।”
ক্রীড়াপ্রেমী ছাড়া যে কোন খেলাই অচল, তাই ক্রীড়াপ্রেমী সদস্যদের পাশেই এবার এগিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।