বাংলাহান্ট ডেস্কঃ দেশবাসীকে দেওয়ার আগে নিজেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (Mohammed bin Salman)। শুক্রবার তাকে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়। দেশের মানুষকে দেওয়ার আগে তাঁর এইভাবে এগিয়ে আসায় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ তৌফিক আল-রাবিয়া অনেক ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে।
করোনা টিকা নিলেন সৌদি প্রিন্স
গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থা করোনা ভ্যাকসিন তৈরির কাজে নিয়োজিত রয়েছে। এই পরিস্থিতিতে ফাইজার এবং বায়োটেকনিক সংস্থা থেকে করোনা ভ্যাকসিন পাওয়ার পর, সৌদি আরবের প্রিন্স এই ভ্যাকসিন নিয়েছেন। সেই কারণে সৌদি প্রিন্সকে অনেক ধন্যবাদ জানিয়েছেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী।
Saudi Arabian Crown Prince Mohammed bin Salman (in file picture) has received his first dose of the COVID-19 vaccine, reports Reuters quoting Saudi Press Agency. pic.twitter.com/XsJCH8lTcJ
— ANI (@ANI) December 25, 2020
বিভিন্ন দেশের প্রধানরা নিয়েছেন করোনা টিকা
সম্প্রতিকালে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হওয়ার পর বিভিন্ন দেশে স্বেচ্ছাসেবীদের মধ্যে টিকাকরণ চলছে। সেক্ষেত্রে আমেরিকার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জো বিডেন স্বেচ্ছাসেবী হিসাবে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু লাইভ টেলিভিশনে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সৌদি প্রিন্স।
বিডেন জানিয়েছেন
করোনা টিকা নিয়ে আমেরিকার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জো বিডেন জানিয়েছিলেন, ‘সমগ্ৰ বিশ্ব এই ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে করোনা টিকা আবিষ্কৃত বৈজ্ঞানিকদের আমি অনেক ধন্যবাদ জানাই’।
সৌদি আরবের করোনা পরিস্থিতি
বর্তমান সময়ে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে, ৩৬১৯০৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। যার মধ্যে ৩৫২৪১৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। ৬১৬৮ জন মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এই রোগের কবলে পড়ে।