মাথায় হাত লোকেশ রাহুলের! তার কাছ থেকে এই অধিকার ছিনিয়ে নেবেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩-এর শুরুটা দুর্দান্তভাবে করেছে ভারতীয় দল (Team India)। ঘরের মাটিতে পরপর চারটি সীমিত ওভারের সিরিজ জিতে নিয়েছে তারা। ওডিআই ও টি-টোয়েন্টি ফরম‍্যাটে দুর্দান্ত পারফরম‍্যান্স করার পর এবার তাদের লক্ষ্য তাদের ছন্দ টেস্ট ফরম্যাটে অব্যাহত রাখা। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে আরম্ভ হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজ। সেই বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়াই এখন প্রাথমিক লক্ষ্য ভারতের।

ভারতের এই লক্ষ্য পুরাণে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারেন শুভমান গিল (Shubmam Gill)। এই মুহূর্তে বিরাট কোহলি টেস্ট ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে নেই। ভারতের মিডল অর্ডারে ফর্মে থাকা শ্রেয়স আইয়ার চোটের কারণে থাকতে পারবেন না। চেতেশ্বর পুজারা রান পেলেও তিনি ধারাবাহিক নন। এমন অবস্থায় সাম্প্রতিক অতীতে অসাধারণ ছন্দে থাকা গিলের ওপর অনেকটা ভরসা করতে হবে ভারতকে।

gill century

গিল ডিসেম্বর মাস থেকেই অসাধারণ ছন্দে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ তিনি একটি শতরান করেছিলেন। তারপর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজও তার ব্যাট থেকে শতরান এমনকি ওডিআই দ্বিশতরানও এসেছিল। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও তার ব্যাট থেকে একটি অসাধারণ শতরান এসেছে। কোনও ভারতীয় ক্রিকেটারের টি-টোয়েন্টিতে খেলা সর্বোচ্চ রানের ইনিংস (১২৬) ছিল এটি।

আমি বর্তমানে যেমন ছন্দে রয়েছেন তাতে লোকের রাহুলের বদলে তাকেই যদি ভারতের ওপেনার হিসেবে খেলানো হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাহলে হয়তো দলের লাভ বেশি হবে। রাহুল সাম্প্রতিক অতীতে নিজের সেরা ছন্দে নেই। তবে প্রথম টেস্টেই রাহুলের বদলে রোহিতের পার্টনার হিসেবে গিলকে সুযোগ দেওয়া হবে এমনটা মনে করেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন, “টেস্ট ফরম‍্যাটের রাহুল দলের সহ অধিনায়ক। আমার মনে হয় না এই মুহূর্তে ওর বদলে গিলকে ওপেনার হিসেবে খেলানো হবে। সিরিজের প্রথম ম্যাচে মিডল অর্ডারে যেহেতু শ্রেয়স আইয়ারের মতো তারকা থাকছেন না, তাই গিল হয়তো তার জায়গাতেই খেলবেন। তবে যদি পরপর দুটো তিনটে ম্যাচে রাহুল একজন ওপেনার হিসেবে ব্যর্থ হন তাহলে হয়তো ও ভারতীয় দল গিলকে দিয়ে ওপেনিং করানোর কথা ভাবতে পারে।”

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর