SENA দেশে বিশেষ রেকর্ড মহম্মদ শামির, হাতেগোনা কয়েকজন ভারতীয়ই করতে পেরেছেন এমন

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়া (Team India) তৃতীয় টেস্টে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে। ভারত প্রথম ইনিংসে (IND vs ENG) মাত্র ৭৮ রান বানিয়েই আত্মসমর্পণ করেছে। জবাবে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে। তবে এরমধ্যে মহম্মদ শামিকে (Mohammed Shami) নিয়ে একটি ভালো খবর সামনে আসছে। মহম্মদ শামি SENA দেশে ১০০ উইকেটের গণ্ডি পার করেছেন। এই কাজ করা তিনি পঞ্চম ভারতীয় খেলোয়াড় হয়ে উঠেছেন।

SENA দেশ মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে বোঝায়। মহম্মদ শামি তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে রোরি বার্ন্সকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন। এর সাথে সাথেই তিনি SENA দেশে ১০০ উইকেট নিয়ে নেন। ২৯ তম টেস্ট ম্যাচে উনি এই উপলব্ধি হাসিল করেন। SENA দেশে মহম্মদ শামি এখনও পর্যন্ত ৩৪-র গড়ে ১০০ উইকেট নিয়েছে। ৫৬ রান দিয়ে ৬ উইকেট ওনার সবথেকে ভালো প্রদর্শন ছিল।

SENA দেশে কথা বললে প্রাক্তন ভারতীয় বোলার অনিল কুম্বলে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন। উনি ৩৫টি টেস্টে ৩৭-র গড়ে ১৪১ জনকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন। ১৪১ রান দিয়ে ৮ উইকেট নেওয়া SENA দেশের সঙ্গে ওনার সবথেকে ভালো প্রদর্শন। এছাড়াও ইশান্ত শর্মা ১৩০, জাহির খান ১১৯, কপিল দেব ১১৭টি উইকেট নিয়েছেন SENA দেশের বিরুদ্ধে। এই রেকর্ড করা শামি চতুর্থ ভারতীয় বোলার।

অন্যদিকে জসপ্রীত বুমরাহ এই রেকর্ড গড়ার দোরগোড়ায় রয়েছেন। উনি ১৯টি টেস্টে ৭৮টি উইকেট নিয়েছেন। এই সিরিজেই উনি ১২টি উইকেট নিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর